শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ প্রজন্ম চত্বরকে নিয়ে কিছু প্রশ্ন৷ সেখানে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াতকে নিষিদ্ধ করার দাবি আদায়ের আন্দোলন কি সরকার নিয়ন্ত্রিত? এই প্রশ্ন ছাড়াও আরও অনেক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘অগ্নিকন্যা’ লাকি আক্তার৷ রাজনৈতিক বিরোধিতার দীর্ঘ অতীত এখনো গুরুত্ব পেলে কিংবা যু্দ্ধাপরাধীদের বিচার প্রশ্নে ঐতিহাসিকভাবেই বিপরীত অবস্থানের হলে কেউ কেউ এসব বিষয়ে নিজস্ব ধারণা বা কৌশলগত অবস্থান থেকে হয়তো সরবেন না৷ তবে যাঁদের মনে এসব নিয়ে ন্যূনতম সংশয়ও আছে তাঁদের জন্য প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ৷ স্বাধীনতার ৪১ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, সুবিচারের দাবিতে তরুণ প্রজন্ম জেগেছে৷ এ অবস্থায় শুধু দলীয় অবস্থান থেকে রাজনৈতিক ফায়দা লোটা অথবা কেবলই ভোটের রাজনীতিতে পিছিয়ে পড়া-না-পড়ার ভাবনা মাথায় রেখে একটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কি মেনে নেয়া যায়? সহায়ক ব্লগ ‘নতুন প্রজন্ম বাংলা ছেড়ে হিন্দির প্রতি বেশি উৎসাহী’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।