আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্ম থেকে প্রজন্ম

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

বলা হয়ে থাকে প্রজন্ম হিসাবে আমরা অতি ভাগ্যবান। স্বাধীনতার ১০-১৫ বছর পরে আমরা যারা জন্ম নিয়েছি তারা খুব সুখি প্রজন্ম। এটা অবশ্য আগের প্রজন্মের মানুষের কথা। আমাদের বাবা মায়েরা হরহামেশাই আমাদেরকে শুনিয়ে দেন কিভাবে তারা অনেক কম সুযোগে মানুষের মত মানুষ হয়েছেন।

আমার চাচাকে প্রায় বলতে শুনি ”তোরা তো বেচে গেছিস যুদ্ব করা লাগেনি, তোরা আছিস তোদের ইন্টারনেট আর ফ্যাশন নিয়ে। তাই তোরা সুখি প্রজন্ম”। আমি জানার চেষ্টা করি তাদের কষ্টের ইতিহাস। হ্যা আমরা সুখি প্রজন্ম। আমাদের যুদ্ব করতে হয়নি, আমাদের বাবা দাদারা দেশ স্বাষীন করেছে, সে স্বাধীনতা আমরা আরাম আয়েশের সাথেই ভোগ করছি।

এই জন্য নিজেকে এবং নিজেদের কে ভাগ্যবান এবং সুখি মনে করি। কিন্ত বিপত্তিতা বাধে তখন যখন আমরা আমাদের মুক্তিযুদ্বের গৌরাবিন্বিত ইতিহাসটা শূনতে চাই। এবং হতাশার কথা এটাই যে আমরা এখনও তা শুনিনি। পরিচিত বা আত্বীয়ের কাছে যা শুনেছি তা খুচরো ইতিহাস, টূকরো ছবি। আমার আগের প্রজন্মের কাছে আমার প্রশ্ন আমরা কি সুখি? আমরা আমাদের ইতিহাসকে দুটি দলে ভাগ করেছি।

একদল এসে যে ইতিহাসের বইটিকে সবচেয়ে গ্রহনযোগ্য বলে দাবি করি, অন্য দল এসে সেটিকে ছুড়ে ফেলে দেয়। ফলে আমরা যা স্বাধীনতার ১০-১৫ বছর পরে জন্ম নিয়েছি তারা প্রতি পাচ বছরে আলাদা আলাদা ইতিহাস পড়ছি। এতে করে জানতে পারছি না আমাদের জন্মের ইতিহাস। এছাড়া যে ক্ষতিটি হচ্ছে সেটা হল আমরা পরস্পরের প্রতি বিস্বাষ হারিয়ে ফেলছি। সত্যি বলতে এখন আমরা আমাদের শিক্ষককে ও বিশ্বাষ করছি না।

যদি কোন শিক্ষক তার ছাত্রদের মুক্তিযুদ্বের ইতিহাস বলেন, ছাত্ররা অবলীলায় বলে ফেলে “হালায় বিএনপি নইলে আওয়ামী”। এটা আমদের ছাত্র বা শিক্ষকের দোষ না। আমরা যারা সুখি প্রজন্মের মানুষ,তারা জন্মের পর থেকে দেখে আসছি আমদের মুক্তিযুদ্বের ঘোষক এবং জাতির পিতা নিয়ে কি চলছে?মাঝে মাঝে চিন্তা করি আমাদের এই সংহতি নিয়ে কিভাবে আমরা দেশ স্বাধীন করলাম?উত্তরে অনেককে বলতে শুনেছি আগে আমাদের মাঝে অনেক মিল ছিল। তাহলে আমার প্রশ্ন হল “তাহলে আমরা কতটা সুখী প্রজন্ম? এমনকি আমদের বন্ধুদের আড্ডায়ও মূক্তিযুদ্বের কথা আসলেই দুটি দলের কথা আসবেই। কিন্ত কেন?আমরা জানতে চাই।

কিন্ত জানবেই বা কে?আর জানালে আমরা কি বিশ্বাষ করব?বিশ্বাষের মস্তক কেটে নেয়ার সব দায়ীত্বযে নিয়ে ফেলেছে আমাদের জনপ্রিয় রাজ়নৈতিক দল। আমারা তাদের স্বম্মানের(ভয়) সাথে অস্বম্মান করি। এরপর ও কী এই প্রজন্ম সুখি প্রজন্ম? বিজয়ের মাসে সবার কাছে আমার জিজ্ঞাসা। এটা এই ব্লগে আমার প্রথম লিখা আশা করছি আমি কিছু হলেও সাড়া পেতে পারি। ভাল অথবা মন্দ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.