বার্ধক্য আর জরায় নুয়ে পড়া কুঁজ
ক্ষীন দৃষ্টিতে তবু বুঝে নাও
আমাকে টাহর করে
এমনি করে একে একে ধুঁয়াটে হয়েছে
সব চাওয়া পাওয়া
এপ্রান্তে এসে হিসেব কষছ নিরেট
মগজে জমে থাকা স্মৃতি গুলো
আজো খেলে অবিরত অম্লান বদনে
গুণে গুণে বার,দিন তেমনি বল ঠিক
সেই কবে !দাদা গত হয়েছেন
সাজে সাজে তেমনি সাজানো
স্মৃতিকথারা বিদ্রুপ করেনি
নির্ভুল বলে যাও আজো
কততে পড়েছে,আশি কিংবা নব্বই
যাই হোক তবুও সচল স্মৃতির চাকা
দেয়ালের পলেস্তার খসে পড়েনি কোথাও
শুধু রংটা ফিকে হয়েছে মাত্র
এমন করে কাটবে কি আমার দিনগুলি !
আমার চিন্তায় এখনিই হাজারো ভাইরাস
এন্টি ভাইরাসেও শেষ হয় না
সমস্যার অভেদ দলিলে শরীরের কোষেরা
আহত কিংবা মৃতপ্রায়
যতবার দেখি তোমাকে বিস্মিত হই
শুকরিয়া স্রষ্টার চালিকা শক্তিকে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।