Life is a Target.... Life is a Mission...
শূন্য পায়ে, বিষন্ন মস্তিস্কে,
একাকী পথে হাঁটছি আমি
রক্তক্ষরণের বিষাদগাঁথার,
অস্পৃশ্য বেদনা নিয়ে।
পায়ে হাঁটা পথ,
আর দুটি পা
সঙ্গে আমার,
তোমার ছোঁয়া, তোমার ছায়া।
অজানা মন ভাবে সারাক্ষণ
তুমিও হেঁটে চলেছ
আমার সাথে, আমার পথে।
তোমার পায়ের আওয়াজ,
শুনতে পাই,
শুনতে পাই,
তোমার ধূলোর সেই গান।
তোমার ধূলায় ধূসরিত পা
এগিয়ে চলে স্টেপ গুনতে গুনতে,
আমার ব্যাথায় তোমার পরশ,
ছুঁয়ে যায় আমার হৃদয়।
শূন্যতার পথে,
নির্জনতার মাঝে,
ধীরে ধীরে হাঁটছি আমি।
কোথায় যাবো, কী করবো?
কিছুই জানি না আমি
শুধু জানি,
তুমি ডাকবে আমায়,
আমার পথের মাঝে।
সঙ্গী হবে আমার,
আমার ব্যাথা বেদনার।
আমার চলার পথে,
হাঁটবে আমার সাথে,
আমার পাশে।
হাতটি ধরে এগিয়ে যাবে,
আমার সাথে, আমার পথে।
কথা বলবে আর
মিশে যাবে,
আমার মাঝে।
দুটি হাত দুটি হৃদয়,
হাঁটতে হাঁটতে,
বহুদূর বহু পথ,
মিশে যাবে, হারিয়ে যাবে,
হবে এক একাকার।
ক্ষয়ে যাবে,
মিশে যাবে,
হারিয়ে যাবে,
হৃদয় হৃদয়ের মাঝে
দেহ দেহের মাঝে।
দুটি হাত,
দুটি হাতের পথে,
হাঁটতে হাঁটতে,
বহু পথ, মেলা রাস্তা।
মিশে যাবে, হারিয়ে যাবে,
অদৃশ্য হয়ে যাবে,
নিশ্চিহ্ন হবে।
আবার আসবে, আবার যাবে
এভাবেই.
আসা যাওয়ার মাঝে,
বিলীন হবে সবকিছু
হারিয়ে যাবে সব,
শূন্যতার মাঝে।
আবার আবার আবার
পৃথিবীর পথে,
পৃথিবীর টানে,
কল্পলোকের অলীক মায়ায়,
সবকিছু ছাপিয়ে,
শূন্যতার মাঝে, জীর্ণতার বার্তাবরণে
আলোক প্রেক্ষাগৃহের পিছুটানে,
আরেকটি কুঁড়ি, আরেকটি স্বপ্ন।
অতঃপর জন্ম নেবে,
আরেকটি প্রজন্ম, নয়া প্রজন্ম।
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম
শুধু রয়ে যাবে, ক্ষয়ে যাবে
এইতো ভালোবাসার স্মৃতিচিহ্ন।
আহমেদ সাঈদ
রোববার, ০৭ নভেম্বর ২০১০ইং, ২৩ কার্তিক ১৪১৭ বাংলা, সন্ধ্যা ০৭ টা
সলিমুল্লাহ্ মুসলিম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।