আমাদের কথা খুঁজে নিন

   

আমাকেই বুঝতে হবে , তাও পারলাম কই?

পরিবর্তনের জন্য লেখালেখি

খুব ইচ্ছে করছে দু'হাতে সরিয়ে দেই কুয়াশা তোমার মুখটাকেই করি পটভূমি শিল্পের লিখি ভালোবাসা নামক এক জীবন দীর্ঘ কাব্য তোমার চোখের নদী , আমার সুচারু জলে হোক নাব্য আমি আলাদা করে কি আর ভাববো ? খুব ইচ্ছে করছে , তোমার কাছে গিয়ে দাঁড়াই এড়িয়ে যাওয়া প্রতিটা কষ্টের মুখোমুখি হই পাশাপাশি আমি ও তুমি থেকে আমরা অনেক শক্ত নিশ্চয় । জৈবিক বাঁধা গুলো ঠেলে ভেঙে দিলে কেমন হয় ? তোমাকে ভালোবাসি বলে তোমার সবটুকুই আমার । নয় ? খুব ইচ্ছে করছে হাতে হাত রাখি আর তোমার খুঁটি হই বিরুপ বাতাসে এই ভাবেই তো মানব মানবী ভালোবাসার টানে কাছে আসে আমি কি তবে তোমার কাছে নই তেমন আপন কেহ ? আমি কেবল কাঁচের ওপাশে কিনতে চাওয়া মোহ ! কি করে বলো , আমি আমারটা সহি , তুমি তোমারটা সহো ! তুমি আমাকে বেশ নিরাপদেই রেখেছো । সব কষ্ট , দুঃখ থেকে বেশ খানিকটা দূরে । যেখানে ঋণ নেই , নেই ঋণাত্মক বাস্তবতা ।

সেখানে আমার তো বেশ আনন্দেই থাকার কথা । শুধু একটা জায়গায় ভুল হয়ে গেলো প্রিয় । তোমার ইচ্ছে হয়ত মহৎ , স্বর্গীয় । চাও না আমি তোমার কাছে থাকি । পঙ্কিল পথে হাঁটতে গিয়ে যদি পিছলে পড়ি ।

যাক কেটে একলা বিপদ ঘড়ি । আচ্ছা , আমাকেই বুঝতে হবে তো , তাই না? আমি প্রতিবাদ করবো না , দেব না অনুযোগ কোন। আমার তোমার ওপরে এক ফোটা রাগ নেই । শুধু শোন - আমি কতটা দুরের বুঝে খুব বিষিয়ে উঠেছে চোখ । এত একলা লাগেনি নিজেকে , বুকে এতটা জাগেনি শোক।

ভুল তো আমারই , আমি তোমাকে করেছি ভূমি। উপড়ে নিয়ে ফেরত পাঠালে । প্রেম তবে মৌসুমি ? রাত ঘনালে , বিষ বাতাসে প্রণয় টনয় তুচ্ছ । এক সাথে চলা , সব কিছু বলা , বাস্তব নয় , বুচ্ছো ? আমাকেই বুঝতে হবে , বুঝে চুপ থাকা দস্তুর । প্রাপ্ত মনস্ক , বয়স্ক চোখে , অর্থ তেমনই বস্তুর ।

কিন্তু মন তো মানে না । নিয়ম কানুন জানে না। আমি ম্যানগ্রোভ নই বন্ধু , আমার হবে না । দূরে ছুড়ে ফেলা সাময়িক ঝড় সবে না । তবু , অনুযোগ নয় , অভিযোগ ও নয় , প্রিয় ।

আর কিছু হোক, এইটুকু বুঝে নিও । জলহীন মাছ , মূলহীন গাছ , শূন্য বাতাসে নারী বাঁচে না কখনো , আমি সাধারন। নিয়ম ভাঙতে পারি ? যদি ফিরে এসে , বিজয়ীর বেশে , আমাকে না দেখো চোখে তোমারই তো হবো , পথ চেয়ে রবো, হয়ত অন্য লোকে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.