আমাদের কথা খুঁজে নিন

   

আমাকেই আমি ধারন করি না!

পরিবর্তনের জন্য লেখালেখি

আমার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই আর - আমার জন্য রেখো না কোনো মহাদেশ, দিও না কোনো বিভ্রান্ত নাগরিক অধিকার, দিও না কোনো দ্বিতীয় রাষ্ট্রের সীমানা নির্দেশ, আমার প্রয়োজন খুব অল্প - মাত্র সাড়ে তিন হাত। আমার চোখে ছুঁয়ো না কোনো মহাসাগর - আমার বুকে দিও না কোনো বহমান স্রোতস্বিনী, আমাকে ধারণ করবে না কোন সমুদ্র বালুচর, কোলে নিয়ে হবে না কোন নদী কলঙ্কিনী, আমার জন্য রেখে দিও - নিঃস্তব্ধ কোনো জলপ্রপাত। যে মাটির গা ঘেষে হাঁটে না কখনো - এই পৃথিবীর হাস্যজ্জ্বোল মানুষেরা, অনাদিকাল থাকে পাহাড়ের তলায় লুকনো যে জলের ধারা, যে অগ্নিগর্ভ ভালবাসা মেঘেদের মত- যাযাবর ছুটে আসে, যে সব শিশু স্বপ্নরা কবেই পুড়েছে সাপিনীর নিঃশ্বাসে ! একদিনের গোলাপ অথবা রাতের হাসনাহেনা, শিশিরের দুর্বার স্পর্শে যে পরমুহূর্তে অচেনা অনাকাঙ্ক্ষিতা, অবাঞ্ছিতা অনাঘ্রাতা- অসূর্যস্পর্শা । [এমনকি আমিও আমাকে দেখি প্রখর রৌদ্রে বিষুবীয় রেখায় উল্টোপিঠের চাঁদ] ০১। ০২। ২০০৭ ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.