আমাদের কথা খুঁজে নিন

   

হাওরের স্থায়িত্বশীল কৃষি ও অর্থনৈতিক ন্যায্যতার দাবিতে ‘নাওযাত্রা’ শুরু

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

হাওর এলাকার স্থানীয় সম্পদ রক্ষা, বিরাষ্ট্রীয়করণ বন্ধ, বহুজাতিক কোম্পানির আগ্রাসন বন্ধ, হাওরপাড়ের জনজীবনের সঠিক ইতিহাস রক্ষা, অসাম্যের শ্রমবাজারে ন্যায্য মজুরি নিশ্চিতসহ হাওরের স্থায়িত্বশীল কৃষি ও অর্থনৈতিক ন্যায্যতার দাবিতে সুনামগঞ্জে গত শুক্রবার থেকে ‘নাওযাত্রা’ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই নাওযাত্রায় সুনামগঞ্জের ৭ টি উপেজলার ৪ শ কিলোমিটার জলপথ অতিক্রম করা হবে। তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা ঘেষা বাংলাদেশের আইফেল টাওয়ার খ্যাত বারেকের টিলা থেকে নাওযাত্র শুরু হয়েছে গত শুক্রবার। আগামী ১৭ জুলাই সুনামগঞ্জের সুরমা নদীতে শেষ হবে এই নাওযাত্রা। বেসরকারি সংস্থা বারসিক এই একশন এইডের আর্থিক সহায়তায় এই নাওযাত্রার উদ্যোগ নিয়েছে।

আয়োজক সংস্থা বারসিক জানায়, উজানে উন্নয়নের নামে খনন ও প্রাকৃতিক বনভূমি উজার হচ্ছে। ভাটির জনজীবনে আঘাত হানছে পাহাড়ি ঢল ও পাহাড়ি বালি। উজানের এই আগ্রাসন থেকে হাওরের জীবন রার দাবিতে গতকাল মাটিয়ান হাওর , যাদুকাটা নদী, বৌলাই নদী, রক্তি নদী, মাহারাম নদী, ডাকনা নদী, বলদার হাওর ও ঘোলাঘাট হাওরে প্রায় ৬০ কি.মি নাওযাত্রা অতিক্রম করে মধ্যনগর থানায় অবস্থান করছে। আগামীকাল ধরমপাশা উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেবে এই নৌবহর। বারসিকের কর্মকর্তা গবেষক পাভেল পার্থ জানান, এভাবে পুরো সপ্তাহ জুড়ে সুনামগঞ্জের ৭টি উপজেলায় ১৫ টি নদী, ২০ টি হাওরসহ প্রায় চারশ কি.মি. জলপথ অতিক্রমের মাধ্যমে নাওযাত্রা সম্পন্ন হবে।

এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত গণসার, হাওর অঞ্চলে কুড়িয়ে পাওয়া প্রাণসম্পদের প্রদর্শনী, স্থানীয় লোকদের সাথে স্থানীয় গাছের চারা বিনিময়, জেলে-শ্রমিক সমাবেশ, অধিকার ভিত্তিক প্রচারণাপত্র বিতরণ, অর্থনৈতিক অধিকারের দাবিতে মানববন্ধন-মতবিনিময়, হাওরপাড়ের নারীর অধিকারের দাবিতে মানববন্ধন, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালার মাধ্যমে সাজানো হয়েছে নাওযাত্রা কর্মসূচীকে। আগামী ১৭ জুলাই সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, নারী নেত্রী সুলতানা কামাল। এছাড়া হাওর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানও সমাপনী দিনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.