নাহিন
খেলার সময় প্রায় অফিসে থাকতে হয়, খেলা দেখার ব্যবস্থা না থাকলে ও রেড়িও র মাধ্যমে খেলার ধারা বিবরনী শুনে থাকি।
চলতি বিশ্বকাপের ম্যাচগুলোর ধারাবিবরণী প্রচার করে সবার প্রশংসা কুড়িয়েছে বেতার। কিন্তু বাংলাদেশ বেতারের অতিমাত্রায় বাণিজ্যিকপ্রবণতা ক্রিকেটপ্রেমী দর্শকদের মনে ক্ষোভের সঞ্চার করেছে। গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন বারবার বিজ্ঞাপন প্রচার করে বেতার। টিভিতে যখন খেলা চলছিল, তখন বেতারে বিজ্ঞাপন প্রচার হয়।
ফলে ম্যাচের অনেক ডেলিফভারিই জানতে পারেনি শ্রোতারা। প্রতি ম্যাচেই এ কাণ্ড করছে বেতার। শুধু তাই নয়, কোন উইকেটের পতন হওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যেই বেতার চলে যায় বিজ্ঞাপনে। কীভাবে ব্যাটসম্যান আউট হলেন, তা বিশ্লেষণের সময় দেয়া হয় না ধারাভাষ্যকারকে। যারা সময় নিয়ে টিভি দেখতে পারেন না, কাজের মাঝে হেডফোনের আশ্রয় নেন বেতারের, তাদের সঙ্গেই চলে বেতারের এমন প্রহসন।
গতকাল বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন বারবার একই কাণ্ড করায় দারুণ বিরক্ত হন ক্রিকেটপ্রেমী শ্রোতারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।