আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল প্রাইজ ২০১১--নিম্নোক্ত ব্যক্তিবর্গ কে মনোনীত করা হল

সত্যের কাছে মিথ্যে চিরকালই পরাজিত

প্রিয় দেশবাসী, একটি আনন্দের খবর! জানানো যাইতেছে যে, এইবার নোবেল প্রাইজের ৬ টি বিভাগের প্রত্যেকটিতেই বাংলাদেশী মনোনীত হয়েছেন এবং আশা রাখছি প্রত্যেকেই এবার বিজয় ছিনিয়ে আনবেন, আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য! আসুন দেখে নেয়া যাক কারা মনোনীত হলেনঃ ১। শান্তিতেঃ------মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পাহাড়ী নেতা সন্তু লারমা। (উনারা দুইজনে শান্তির জন্য যে অবদান রেখেছেন তা সকলেই জানেন, তাছাড়া শেখ হাসিনা এক লাশের জন্য দশ লাশ দেখতে চান শুধুমাত্র শান্তির জন্য!সন্তু লারমা পাহাড়ে এক সময় অনেক হত্যাযজ্ঞ চালিয়েছেন যাতে শান্তি আসে?) ২। সাহিত্যেঃ-----হুসেইন মুহম্মদ এরশাদ। ( তার কাব্য প্রতিভায় জাতি পেয়েছে ভালোবাসার প্রেরনা, নির্বিচারে মানুষের উপর গুলির আদেশ দানকারী হয়েও যে সাহিত্য রচনা করা যায় উনি তার উত্তম নিদর্শন!)।

৩। অর্থনীতিতেঃ-----জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। (তারা দুই ভাই আসলে দেখিয়েছেন কিভাবে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া যায়, উনাদের এইসব অবদানের জন্য গ্রামে গ্রামে বিদ্যুত না গেলেও খুঁটি গিয়েছে। উনাদের কারনে আমরা বিশ্বে এক নম্বর হয়েছি!) ৪। চিকিৎসাবিজ্ঞানেঃ-----সৈয়দ মোদাচ্ছের আলী।

( উনার কারনে আজকে আমাদের প্রধানমন্ত্রী বেচে আছেন, উনি জেলের বাইরে বসেই জানতে পেরেছিলেন খাবারে বিষ মেশানো হয়েছিলো, সেই বিষয়ে উনি আগেই ব্যবস্থা নিয়েছেন! তা না হইলে আমরা শান্তিতে নোবেলের জন্য কাউকে পেতাম না। ) ৫। পদার্থবিজ্ঞানেঃ-----লোটাস কামাল। (উনার কারনে অপদার্থ (!) সাকিব পদার্থ হয়েছে, পা ধরে মাফ চাইয়ে ছেড়েছেন। তাছাড়া শেয়ারবাজারের অপদার্থ(!) বিনিয়োগকারীদের শিক্ষা দিয়েছেন, কিভাবে বিনিয়োগ করতে হয় তা বুঝিয়ে দিয়েছেন?) ৬।

রসায়নেঃ-----জাহাঙ্গীর কবির নানক এবং মীর্জা আজম। (তারা শাহবাগ এ বি,আর,টি,সি বাস এ গান পাউডার দিয়ে আগুন ধরিয়েছেন, উনারা রসায়ন শাস্ত্রের জন্য একটি মাইলফলক স্থাপন করেছেন। এই পদ্ধতির ব্যবহার মানুষ হত্যায় নতুন মাত্রা যোগ করেছে?) একটি আবেদনঃ নতুন একটি বিভাগ যোগ করার জন্য নোবেল কমিটির কাছে আবেদন>>এবং নিম্নোক্ত ব্যক্তিবর্গকে এজন্য মনোনীত করা হলঃ দর্শনঃ----- অধ্যাপক গোলাম আজম এবং তার দোসরেরা। (তারা দর্শনে তত পটু কিনা জানিনা তবে ধর্ষণে তারা অদ্বিতীয়, তাছাড়া ইসলাম ধর্মের নাম ভাঙ্গিয়ে তারা যেভাবে মানুষ কে বোকা বানানোর চেষ্টা করে তাতে দর্শনে খারাপ না!) ডঃ ইউনুস অর্থনীতিবিদ হইয়া যদি শান্তিতে নোবেল পাইতে পারে তাইলে উনারা পাবে না কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.