View this link
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল উদ্ধার অন্দোলনে সাধারন শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষন করেছে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ খান ও সেক্রেটারী রিয়াদ হোসাইন রায়হান এক বিবৃতিতে বলেন, ছাত্রশিবির সবসময় সাধারন ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছে এবং দিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত ১২ টি হল বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্রদের নায্য দাবি।
দেরীতে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দাবীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাধারন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে ছাত্রশিবির জবি শাখা সাধুবাদ জানাচ্ছে।
একই সাথে যতদ্রুত সম্ভব শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসনের সুব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো উল্লেখ করেন, যারা হল উদ্ধারের দাবিতে সাধারন শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত, তারা কখনোই শিক্ষার্থীদের স্বার্থ সচেতন হতে পারে না। তাই দল-মত নির্বিশেষে সকলকে এই আন্দোলনে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়া নেতৃদ্বয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হল উদ্ধার আন্দোলনের সফল বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মেসবাহ উদ্দীন আহমেদ, ট্রেজারার ড. মু. শওকত জাহাঙ্গীর, প্রক্টর ও বেদখলকৃত হল উদ্ধার আন্দোলন কমিটি’র সমন্বয়ক কাজী আসাদুজ্জামান সহ সকল শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, মিডিয়াকর্মী, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্ট ও অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানো হয় এই বিবৃতিতে।
সংবাদ বিজ্ঞপ্তি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।