দখলদাররা যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলগুলো না ছাড়ে, তবে সরকার নিজেই তার দায়ভার নিয়ে হলগুলো উদ্ধার করবে বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী আরও বলেন, বেদখল হওয়া হলগুলোর রহস্য উদ্ঘাটনে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। আজ বুধবার সরকারি কবি নজরুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য কেরানীগঞ্জে ক্যাম্পাস সম্প্রসারণ করা হবে। এই জন্য সরকার অর্থ বরাদ্দ দেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।