জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা হল উদ্ধারে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বেদখল হওয়া ১০টি হলের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার তারা বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দিয়েছেন।
আজ বুধবার দুপুর সোয়া দুইটায় হলের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন 'বেদখল হল উদ্ধার আন্দোলন কমিটি'র আহ্বায়ক শরিফুল ইসলাম। তিনি ঘোষণা দিয়ে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেদখল হওয়া হল বজলুর রহমান হল উদ্ধারে অভিযান চালাবে। তিনি সব শিক্ষার্থীকে যথাসময়ে অভিযানে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।