আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে দামি মোবাইল ফোন কোরিয়ায়

বাজার গবেষণা প্রতিষ্ঠান আমেরিকাস স্ট্যাটিজি অ্যানালিটিক এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে কোরিয়ানরা মোবাইল ফোন কিনতে সবচেয়ে বেশি অর্থ খরচ করে। সেখানে গড়ে প্রতিটি মোবাইল ফোনের দাম ৪১৫ মার্কিন ডলার বা ৩৩ হাজার টাকারও বেশি। দক্ষিণ কোরিয়ায় গড়ে প্রতিটি মোবাইল ফোনের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদপত্র কোরিয়ান টাইমস।
বিশ্বে বর্তমানে মোবাইল ফোনের গড় মূল্য ১৬৬ মার্কিন ডলার বা প্রায় ১৩ হাজার টাকা, সেখানে দক্ষিণ কোরিয়ায় মোবাইল ফোনের গড় মূল্য আড়াই গুণ।
সর্বোচ্চ মূল্যের তালিকায় দ্বিতীয় অবস্থানে জাপান (৩৯০ ডলার)।

পরবর্তী দেশগুলোর তালিকায় রয়েছে কানাডা (৩৫০ ডলার), যুক্তরাষ্ট্র (৩২৩ ডলার), নরওয়ে (২৮১ ডলার), ডেনমার্ক/জার্মানি (২৭৮ ডলার), সুইডেন (২৭৫ ডলার), এবং অস্ট্রেলিয়া (২৭০ ডলার)।
গবেষকরা ধারণা করছেন ২০১৭ সাল নাগাদ প্রতিটি দেশের মোবাইল ফোনের গড় মূল্য যা দাঁড়াবে, তখনও কোরিয়াকে প্রথম স্থানেই দেখা যাবে। ২০১৭ সাল পর্যন্ত কোরিয়ায় গড় মোবাইল ফোনের কেনা বাবদ খরচ চারশ’ ডলারের নিচে যাওয়ার সম্ভাবনা নেই।
পাইকারি বাজারে মোবাইল ফোন বিক্রি থেকে বাজার বিশ্লেষকরা এ সিদ্ধান্ত জানিয়েছেন। তারা এ-ও মন্তব্য করেছেন, বাজারে আসার আগেই কোরিয়ায় নতুন মডেলের মোবাইল ফোনের প্রটোটাইপ পরীক্ষা করা উচিত।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.