আমাদের কথা খুঁজে নিন

   

ইনস্টিটিউট অব ব্যাংকার্সের ডিপ্লোমা ইন ব্যাংকিং



সারা দেশে রয়েছে ৪৯টি ব্যাংক ও ২৫টি বীমা প্রতিষ্ঠান। এসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের পেশাজীবীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ ও পরীক্ষা নেয় দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ। দক্ষতা বাড়ানোর এমনই একটি কোর্স ডিপ্লোমা ইন ব্যাংকিং দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য ডিপ্লোমা কোর্স পরিচালনাকারী জাতীয় প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)। এ কোর্স সম্পন্নকারীরা বেতন-ভাতা বৃদ্ধিসহ কর্মস্থলে পদোন্নতি লাভ করেন। পেশাজীবনে পদোন্নতি ও বেতন বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমা খুবই জরুরি।

কোর্সের বিষয় ব্যাংকিং ডিপ্লোমা কোর্সে জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ ও ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ_এ দুটি নামে বিভক্ত। প্রথমটিতে বাধ্যতামূলক ছয়টি কোর্স এবং দ্বিতীয়টিতে বাধ্যতামূলক পাঁচটি কোর্স ও ছয়টি ঐচ্ছিক বিষয় থেকে একটি বিষয় বেছে নিতে হবে। নতুন সিলেবাস অনুযায়ী প্রথম পর্বের বিষয়গুলো হলো_মৌলিক অর্থনীতি ও বাংলাদেশ অর্থনীতি, ব্যবসায় যোগাযোগ, সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় আইন ও প্রয়োগ, আর্থিক সেবার হিসাববিজ্ঞান ও আর্থিক সেবার বিপণন। দ্বিতীয় পর্বের বিষয়গুলো হলো_আর্থিক প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, ঋণ পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিময়, আর্থিক সেবায় তথ্যপ্রযুক্তি এবং হিসাব ব্যবস্থাপনা। নতুন সিলেবাসে ঐচ্ছিক কোর্সে থাকছে কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রানীতি, কৃষি ও ক্ষুদ্রঋণ, এসএমই এবং গ্রাহক ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ইত্যাদি।

কোর্সটি কখন করবেন বছরে দুইবার (মে ও নভেম্বর) ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার (শীতকালীন ও গ্রীষ্মকালীন) আয়োজন করা হয়। প্রতি পরীক্ষার এক থেকে দেড় মাস আগে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ঢাকা কেন্দ্রে যেকোনো সময় যোগাযোগ করা যেতে পারে। কোচিং ক্লাস ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন বিষয়ের ওপর কোচিং ক্লাসেরও আয়োজন করে আইবিবি। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক থেকে দেড় মাস আগে কোচিং অনুষ্ঠিত হয়।

ঢাকার একটি কেন্দ্রে এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর জেলার বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এ কোচিং হয়। তা ছাড়া এ কোচিংয়ের তথ্যাদিসহ সব উপকরণ আইবিবির নিজস্ব ওয়েবসাইটেও পাওয়া যায়। পরীক্ষা ও অন্যান্য খরচ জুনিয়র অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ ও ডিপ্লোমায়েড অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ এ দুটি কোর্সের প্রতিটিতে প্রথমবার মোট এক হাজার টাকা লাগবে। এ ক্ষেত্রে বিষয়ভিত্তিক কোনো টাকা প্রদানের প্রয়োজন নেই। কোনো বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর প্রতিটি বিষয়ের জন্য ৩০০ টাকা করে লাগবে।

এসবের বাইরে তেমন কোনো খরচ নেই বললেই চলে। কত দিন লাগবে ব্যাংক কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে এ প্রতিষ্ঠানটি কোর্স শেষ করার জন্য আট বছর সময় দিয়েছে। প্রথমবার রেজিস্ট্রেশন করার পর প্রথম কোর্স চার বছরের, দ্বিতীয় কোর্স চার বছরের। প্রথমবার অকৃতকার্য হলে পরের তিন বছর প্রথম ও দ্বিতীয় কোর্স একই নিয়মে সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশের পর আগ্রহী প্রার্থীরা ঢাকার অধিবাসী হলে ইনস্টিটিউটের কার্যালয় থেকে, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর জেলার পরীক্ষার্থীরা ওই জেলায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের কার্যালয় থেকে এবং অন্য জেলার প্রার্থীরা নিজ জেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড প্রধান অফিস, আঞ্চলিক কার্যালয় অথবা প্রধান শাখা থেকে পরীক্ষার এন্ট্রি ফরম, সিলেবাস ইত্যাদি নির্ধারিত নগদ টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন।

যোগাযোগ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন : দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। বিএসআরএস ভবন (দশম তলা) ১২ কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫। ফোন : ০২-৯১৩৭২৮২, ০২-৯১৩৭২৮৩ মোবাইল_০১৮১৯২৪৪৭৮০। ওয়েব : http://www.ibb.org.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.