মতিঝিলে পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের ঘটনায় ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রদের ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রলীগ। সরকার দলীয় সংগঠনটি নিহত ছাত্র রেদওয়ানুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলছে সে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ইসলামী ছাত্র শিবিরের কর্মী । এ অজুহাতে ছাত্রলীগ কৌশলে বুঝিয়ে ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার চেষ্টা করছে। বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশাসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার অনেকে নীলক্ষেতে যায়। তারা বিক্ষুব্ধ ছাত্রদের কৌশলে ভয় দেখিয়ে আন্দোলন না করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্ররা।
এ সংক্রান্ত নিউজগুলোর লিংক শেয়ার করলাম।
ঢাবিতে আন্দোলনরত ছাত্রদের ঠেকাতে মাঠে ছাত্রলীগ
মতিঝিলে পরিবহন শ্রমিকদের সাথে সংঘর্ষ: ঢাবি ছাত্র নিহত
ছাত্র নিহতের ঘটনায় ঢাবি রণক্ষেত্র, নীলক্ষেতেও বিক্ষোভ
ঢাবি প্রক্টর কার্যালয় ভাঙচুর
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।