আবার ফিরে এলো স্বাধীনতার মার্চ। প্রতি বছরই আসে। ২৬ তারিখ পর্যন্ত আমরা স্বাধীনতার জন্যে মায়াকান্না করি। ২৭ তারিখেই ফিরে আসি যেখানে ছিলাম! একাত্তরের জন্য আমাদের এই মেঁকি কান্না দেখে ৩০ লাখ শহীদের আত্মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমাদের দিকে।
চেতনা আমাদের ভয়াবহ! চেতনা আমরা লালন করি(বলে দাবি করি?)। বাস্তবতা আবার ভিন্ন কথা বলে। আমাদের কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা মিথ্যে বলছি। লজ্জা পাইনা আমরা! লজ্জা আমাদের থেকে কত আলোকবর্ষ দূরে চলে গেছে-কে জানে!
আচ্ছা আমরা কি পারিনা , চেতনাকে শুধু লালনে না, বিকশনে নিয়ে আসতে?
যদি পারি, করিনা কেনো??
যদি না পারি, তাহলে একাত্তর-স্বাধীনতা ...নিয়ে বড়বড় কথা বলবার কোন অধিকারই আমাদের নেই। থাকা উচিৎ না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।