আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার সীমাবদ্ধতা। চেতনার বিলোপ।



নিজ ভাষায় যদি কথা বলা না যায়, নিজ ভাষায় যদি কথা শোনা না হয়, তাহলে কি পর্যাপ্ত সচেতন থাকা যায়?মনে হয় না। কারন যতই ইংরেজী জানিনা কেন culture তো ভিন্ন তাইনা? অতএব, বিষয়টা পুরোপুরি ধরতে সময় লাগবে। তাই এর মাঝে যে সময়টা কেটে যাচ্ছে তাকে আমি পুরো সচেতন সময় বলতে পারছিনা। হালকার উপর একটা অসচেতন ভাব আছে। কিছুটা মজাও আছে আবার, ফাপরও আছে।

বেশীরভাগ ভাগ কথা বোঝা গেলেও কিছু slang, কিছু fun বোঝা যায়না মাঝে মাঝে। So, অনুমানে হাসতে হয়। নিজস্ব কিছু কৌশল ও উদ্ভাবন করতে হ্য়। এগুলো কোনো বিষয় না, কিন্তু এসব করতে গিয়ে কিছু special চেতনার বিলোপ ঘটে। যেমন, কারো কথা শুনতে গভীর মনোযোগ দিতে গিয়ে (এটা বাংলা না) অন্যদের কথা খেয়াল করা যায় না।

তাই সবসময় মনে হয় চেতনার শতভাগ ব্যাবহার করতে করতে পারছিনা। এরকম আরো অনেক উদাহরণ আছে। আর কতদিন যে এমন ফাপরে থাকতে হবে। অবশ্য এতে মাঝে মধ্যে কিছু মজাও হয়। সে সব আরেকদিন বলতে চাই।

কারন, ফোনেটিক বাংলা টাইপ ও প্রথমবারের মত করছি। মনে হচ্ছে কি-বোর্ড ভেংগে ফেলবো। বাংলা বানান এর ও চরম বেদনাদায়ক অবস্থা। এটা কি চেতনা বিলোপের নিদর্শন? সামহয়্যার ইন ব্লগ মনে হচ্ছে উদ্ধারকারি জাহাজ। ধন্যবাদ সামহয়্যার ইন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।