আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার খেলা

১ ) বিশ্বাস করি শোষিত হবার জন্য আমি বা আমরা এই পৃথিবীতে আসি নি । কিংবা কাউকে শোষণ করতেও আসি নি । ২) মুক্তি আর স্বাধীনতা আমাদের অধিকার । তবে তার যৌক্তিক ভিত্তি থাকতে হবে । ৩) যুক্তি যদি কোন অন্যায়কে সমর্থন করে তবে তা আর সু যুক্তি নয় বরং তা কু যুক্তি ।



~ চেতনা তুমি কেমন আছো ?
~ ভালো ভালো । খাসা খাসা ।
~ এতো ভালো থাকার কি কারন ? ঘটনা খোলাসা করো ।
~ এই যে দেখো শমসের এর ধার শেষ । ডিবি অফিসে ভয়ে হাইগা দিছে ।

হাফিজ দেখি ভুয়া হাফিয । ভয়ে পাইদা দিছে ।
~ তুমি জানলা কি করে ? হাগু কি তুমি পরিষ্কার করছ ? রং কেমন ?
~ দূর মিয়া কি কউ । এই কাম কি আমার । আমার কাম হইলো চেতনা বাস্তবায়ন করা ।

চেতনার গাছ লাগাইছি , কিছুদিন পর ডালপালা দিবো । এই ডালের নিচে মুক্তিযোদ্ধারা কুতকুত খেলবো ।
~ ভালো ভালো । মনে প্রশ্ন জাগে ?
~ বল উত্তর দেই । বাধা নাই ।


~ শমশের মুবিন ও হাফিজ উদ্দিন বীরবিক্রম মুক্তিযোদ্ধা । যুদ্ধে আহত হইছিলেন । এরা কি তোমার গাছের নিছে কুতকুত খেলবো না ?
~ কি কউ মিয়া ? এরা কি কইরে হল । এরা চোর , বীরবিক্রম ডিগ্রী চুরি করছে ।
~বঙ্গবন্ধু দিছে ।


~ সব ভুয়া কথা ।
~ তুমি ভুয়া কথা কউ মিয়া ।
~ কি বল্লা । আমি ভুয়া কথা বলি । তোমারে তো মিয়া ভালো জানতাম ।

এখন দেখি তুমি রাজাকার । জামাত শিবির । শমশের ও হাফিয এই দুইজনও রাজাকার ।
~ ভাই তুমি না চেতনার গাছ পুতলা । সবাইরে রাজাকার বানাইলে কে এইটার নিচে কুতকুত খেলবো ?
~ আমি একাই খেলবো ।

গাছ আমার খেলাও আমার । জয় বাংলা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।