আমাদের কথা খুঁজে নিন

   

চেতনার ডাক

পদ্মার চর যমুনার তীর
মেঘনার উন্মত্ত জল
ভরাট কুশিয়ারা
কর্ণফুলীর সাগরতল ।
আমি দেখছি রূপসায়
গোমতী তিস্তা শীতলক্ষ্যায়
আজও রক্তের দাগ, লোনা স্বাধ
শহীদের চেতনার খুন নির্বাধ ।

বর্গ মাইলে পঞ্চান্ন হাজার
পঁয়ষট্টি হাজার গ্রাম
একাত্তরের লাশ মুক্তিযোদ্ধার
দেয় ডাক করে আহ্বান ।
উঠো জাগো চেতনার সন্তান ।

আজও তো মুক্তি ঢের দূর
যোজন যোজন ক্রোশ, সাবধান
পিচ্ছিল পথ অমসৃণ ভঙ্গুর
অবিনাশী চেতনার করো জয়গান ।

জুনায়েদ মুন্সী
এপ্রিল ৪, ২০১৪ সকাল ১০-৩০মি।
মালায়েশিয়া ।

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।