চেনা রূপ , প্রতিদিন,
বলিস কি রে বাংগালী!!
হইছে নাকি কাংগালী
ভাত নাই আজ পেটে যার
ফুটানী যা গা জ্বলবার!!
ঠিক কইছস ভাইবা কই
উড়িয়ে পুরান কথার খই।
যার দেশেতে এতো চোর
কিসের এতো বড়াই তোর?
দু'হাত পেতে ধরে নে
লোক গুলোরে চিনে নে।
মিটিং ফিটিং বুদ্ধি আঁটে
সুর্য ডোবে অস্ত পাটে
দিন কি এমন থাকবে রে?
কি হবে তাই ভাবছি রে।
একাত্তরে বাংগালী
বিশ্বরে তেজ দেখালী,
কোথায় তোরা কোথায় আজ
লেজ গুটিয়ে পালালী?
দেখরে চেয়ে তোর এ দেশ
পরছে নতুন নতুন বেশ,
দুর্নীতিতে কয়েকবার
চিনছে তোরে অন্য দেশ।
আরে, চিনি মোরা চিনি রে
দেশের নেতা নেত্রীরে,
এ আসে কয়- ও চোর
আবার ও আসে হয় এ চোর।
এমন করে চলবি কতো?
গায়ে নিয়ে পঁচা ক্ষত!!
যাদের নাঁ'য়ের এমন মাঝি
ঠিক করিয়া না ধরে হাল,
ওমন করে দেখছিস কি?
ধাক্কা মেরে নিচেতে ফেল।
নতুন করে শিকলরে
কর রে আজি বিকল রে,
স্বাধীন দেশেই পরাধীন
জিগাস তোর ঐ বিবেক রে।
ভুললে কি আর চলবে রে
সুর্য সেনরা, নজরুল,
জীবনটারে বাজী রেখে
তাড়াল চাঁকের ভীমরুল।
দিনকে দিন অপমান
কোথায় তোদের সে সম্মান?
ঘুমাস্ এখন উঠ্ জেগে
মায়ের গায়ে চাদর দে।
বিঃ দ্রঃ- ''আমার ব্লগে'' প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।