আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালির ডিগবাজি।

একদিন আমি হেঁটে চলছি পথে একা....

গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন খবরের পাঠকের মন্তব্য পড়ছিলাম। বেশ কিছু মন্তব্য পড়ে খুব মজা পেলাম। তাই ব্লগে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। ব্লগে এটাই আমার প্রথম লেখা। আগে লেখা হয়নি এর পিছনে কারণ হলো আমার লেখালেখির অভ্যেস কোন কালেই ছিল না, তাই সাহস পাচ্ছিলাম না।

কিন্তু ব্লগে ব্লগারদের লেখা পড়ি অনেকদিন ধরে। ইদানিং বন্ধু-বান্ধবরা লেখা শুরু করেছে। তাদের লেখা পড়ি কিন্তু মন্তব্য করতে পারি না। যেহেতু মন্তব্য করতে হলে আগে নিজের কোন লেখা থাকতে হবে তাই কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম কিছু একটা লিখতে হবে। কি লিখব খুঁজে পাচ্ছিলাম না।

আজ হঠাৎ করে মনে হলো বিভিন্ন পত্রিকায় মানুষজনের মন্তব্যগুলো শেয়ার করা যায়। আমি সাধারণত পত্রিকাতে খেলার খবর ছাড়া অন্যান্য খবর খুব কম পড়ি। তাই মন্তব্যগুলো খেলার খবরগুলো থেকে সংগ্রহ করা। নিচের মন্তব্যগুলো বিশ্বকাপ ২০১১ বাংলাদেশ আর আয়ারল্যান্ডের খেলা শেষ হওয়ার পর সংগ্রহ করা। বাংলাদেশের ব্যাটিং এর পর: ১: আশরাফুল কে বাদ দিয়ে নাফিসকে দলে নেয়া উচিত।

রকিবুল আর পরিবর্তে মাহমুদুল্লাহ কারন রকিবুল উইকেটে টিকিলে বাংলাদেশ ২০০ এর বেশি রান করতে পারবে না । ২: আশরাফুল যেহেতু অনেক অভিজ্ঞ একজন খেলোয়ার সেহেতু তাকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দিলে কেমন হয় ? ৩: আশরাফুলের এখন সংসার ও পারলে ব্যবসায় মনোযোগ দেয়া উচিত! ৪: আমরা আর কারো আশার ফুল হয়ে থাকতে চাই না। ওনাকে আবার স্কুল প্রতিযোগিতায় পাঠান হোক ওখান থেকে প্রতিযোগিতা করে আসুক । ৫: টাইগাররা পুষি ক্যাটে রূপান্তরিত! ৬: যে দলের অধিনায়ক ম্যাচের দিন দৈনিক পত্রিকায় কলাম লিখে, তাদের কাছে আর কী আশা করা যায়? ... চালিয়ে যাও, এভাবেই চালিয়ে যাও। মাঠে তেমন একটা পারফর্ম না করলেও চলবে, তোমাদের সাথে মিডিয়া আছে না? তোমাদের হয়ে সাফাই দিবে... তোমাদের ছোঁয় সাধ্য কার! তাছাড়া জাতীয় দলে না খেললেও চলবে।

আইপিএল- এর কোটি টাকার হিসাব তো আছেই, তাছাড়া নিতান্তই ব্যাট-বল ধরতে ইচ্ছা না হলে কলম ধরার চাকরি তো নিশ্চিত। চমত্কার!! ৭: নামেই টাইগার, কামে না, টাইগারদের বেশি করে আলুর দম খাওয়াতে হবে। ৮: আমাদের আশরাফুল আসলে গাধা.... ৯: হায় হায় !!! সব শেষ!!! এখন কি হবে ?!?!?!!? আমরা সবাই এখন কি করব ? আমার মনে হয়, আমাদের সবার ভারত কে support করা উচিত! ১০: কঠোর পরিশ্রমী কৃষক নামাও, বিলাসী রাজা খেদাও। কঠোর পরিশ্রমী কৃষক = ১। তামিম ২।

শাহরিয়ার নাফিজ ৩। সাকিব ৪। মুশফিকুর ৫। মাহমুদউল্লাহ রিয়াদ ৬ । আব্দুর রাজ্জাক ৭ ।

শফিউল ইসলাম ৮ । রুবেল হোসাইন ৯। সোহরাওয়ার্দী শুভ। বিলাসী রাজা = ইমরুল, জুনায়েদ, আশরাফুল। ১১: আশরাফুল ভাই আপনার কাছে মাফ চাই, আপনাকে নিলেও আর খেইলেন না, আমরা আপনার কাছে এমনিতেই রিনি আর রিনি কইরেন না।

১২: গর্জন থেকে মিউ মিউ... ১৩: আশরাফুল কে আন্তর্জাতিক cricket থেকে নিষিদ্ধ করা উচিত! বাংলাদেশ জিতে যাওয়ার পর: ১৪: সাবাশ বাংলাদেশ ! সাবাশ টাইগার বাহিনী ! তবে ১৬ কোটি মানুষেরে এতো টেনশনে রাখার দরকার কি ছিলো ? ১৫: Thanks to selectors at last they took asraful in best 11 and BIG thanks to him for taking crucial 2 wkts. ১৬: আশরাফুল কে আরো chance দেয়া হোক। ব্যাটিং এ জিরো কিত্তু বলিং এ হিরো। ১৭: আশরাফুলকে আরো ২/ ৩ টা ম্যাচে সুযোগ হোক। কাউকে যদি বলা হয় যে এটাই তোমার শেষ সুযোগ, তাহলে সে চাপের মধ্যে কিভাবে ভালো খেলবে ? নিশ্চয়ই আশরাফুল সামনের ম্যাচে ব্যাটিং এবং বলিং ঊভয়ই ভালো করবে। ১৮: থাঙ্কস আশরাফুল ফর হেল্প বাংলাদেশ ১৯: Congrts tigers।

আশরাফুল এর দরকার আছে সবসময়, Cmts যারা করছেন তারা যে এখন কি বলবেন ? আসুন সব ভুলে যাই, আমাদের পরবর্তী টার্গেট West Indies.................. Good luck tigers ২০: কানের উপর দিয়া গেছে..... ২১: আশরাফুলের সেরাটা এখনো দেখার বাকি। আশা করি শীঘ্রই তিনি তা প্রমাণ করবেন। শুভকামণা রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.