আমাদের কথা খুঁজে নিন

   

হলুদ সাংবাদিকতার টাটকা নমুনা ......রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -- বর্তমান পরিস্থিতির সূচনার কথা



প্রত্যক্ষদর্শীর বর্ণনা শুরুর কথা— নতুন বছরে নতুন ছাত্র ভর্তি হয়েছে। RAG বলে একটা কিছু বিশ্ববিদ্যালয় গুলোতে প্রচলিত আছে। সেই ধারায় RAG দেওয়া হচ্ছে এক নবাগতকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে। এইখানে RAG খুবই মার্জিত। কোনো খারাপ ব্যবহার করা বা শারীরিক শাস্তি দেওয়া হয় না।

RAG দিচ্ছিল ০৯ ব্যাচের ছাত্ররা। এই সময় কিছু বড় ভাই খেতে আসেন। এর মধ্যে ০৯ এর আরও কিছু ছাত্র ক্যাফেতে আসে। তারা আসার সময় দেখে নবনির্মিত “শহীদ মিনার” এর উপর পা তুলে দিয়ে কিছু বহিরাগত ছেলে ও মেয়ে কথা বলছে। এটা দেখে তারা তাদের অন্যত্র দাঁড়াতে বলে।

এতে তারা খারাপ আচরণ করে। এরপর ০৯ এর ছাত্ররা ক্যাফেতে এসে বড়ভাই ও সহপাঠীদের বিষয়টা জানায়। এরপর সবাই মিলে ঘটনা কি দেখতে বাইরে আসে। তখন বহিরাগতরা “শহীদ মিনার” এর পাশে দাঁড়িয়ে ছিল। তাদের জিজ্ঞেস করা হলে তারা ঘটনা অস্বীকার করে।

প্রশ্নটা ছিল এ রকম “ শুনলাম কে নাকি এখানে পা তুলে দাঁড়িয়ে ছিল ?” তারা প্রথমে অস্বীকার করলেও পরে দুঃখ প্রকাশ করে। এরপর ছাত্ররা ক্যাফেতে ফিরে আসে। ক্যাফেতে ফিরে আসার কিছুক্ষনের মধ্যে ওই ছেলেগুলো পার্শ্ববর্তি অগ্রনী কলেজের ( যেটা কিনা রুয়েটের মধ্যে ) নেতাকে নিয়ে আসে। সে এসে ক্যাফেতে ঢুকে চিল্লাতে থাকে কে নাকি ওদের একজনকে ধাক্কা দিয়েছে। যায় হোক ভাইয়ারা তাকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দেন।

এর পরপরই তারা একদল বহিরাগত এসে ক্যাফেতে ভাইয়াদের মারতে উদ্যত হয়। যাই হোক কোনোভাবে তারা শান্ত হয়ে ক্যাফে ত্যাগ করে। কিন্তু ক্যাফের বাইরে গিয়ে কয়েকজন বড় ভাইয়ের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক সময় তারা হঠাৎ দুই জন বড় ভাইকে মেরে পালিয়ে যায়। এরপর সব ছাত্ররা উত্তেজিত হয়ে উঠে।

তারা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে তাদের ধাওয়া করে। ওরা বাইরে পালিয়ে যায়। ঘটনা শেষ নয়। কিছু ভাই বাইরে খেতে গিয়েছিল। তারা কিছুই জানত না।

ওই সন্ত্রাসীরা হঠাৎ তাদের উপর সশস্ত্র হামলা করে। এতে এক ভাই গুরুতর আহত হন। এই খবর ক্যাম্পাসে আসা মাত্রই সবাই ক্ষিপ্ত হয়ে যায়। এর পরের খবর সবাই জানে। অগ্রনী কলেজে ভাংচুর, আগুন দেওয়া ইত্যাদি।

কিন্তু শুরুর এই কথা গুলো গুটিকয়েক সংবাদমাধ্যম ছাড়া সবাই মনগড়া ভাবে প্রচার করছে। কেউ বলছে রুয়েটের ছাত্ররা নাকি কলেজের মেয়েদের উত্ত্যক্ত করেছে, আবার কেউ বলছে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের। Click This Link এটা এবং Click This Link দেখুন... তাহলে বুঝবেন। আর এন টিভি, এ টি এন এর খবর তো আছেই। কিন্তু আসল ঘটনা উপরের গুলোই।

হলুদ সাংবাদিকতার সুন্দর নমুনা দেখলাম আমরা। ধিক্‌ সেসব সাংবাদিকদের। আমার শোনা কয়েক বছরের সেরা কৌতুক সংবাদ মাধ্যমের খবর গুলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।