আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

দিনাজপুর, বগুড়া, কুমিল্লা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশালে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা হলেন_ উজ্জ্বল বিশ্বাস ও আজিমুল হক। বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ডে বুধবার রাতে ট্রাকের চাকার রিং ভেঙে এর আঘাতে দুই পথচারী নিহত হয়েছেন। তারা হলেন শেরপুর উপজেলার আশরাফুল ইসলাম আসকান ও বাবু। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাস চালক রফিকুল ইসলাম নিহত ও ১৫ জন আহত হয়েছেন। টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর চরবাবলা নামক স্থানে দুটি ট্রাকের সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বাসচাপায় আব্দুল মালেক (৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিআরটিসির চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মিরাজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.