কুষ্টিয়ার পদ্মা নদীতে দুই মাঝির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। নরসিংদীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জ, গাইবান্ধা ও দিনাজপুরে উদ্ধার করা হয়েছে তিনজনের লাশ।
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দুই মাঝির সংঘর্ষে ঝন্টু প্রামাণিক নামে একজনের মৃত্যু হয়েছে। লালন শাহ সেতুর কাছে গতকাল ভোরে নৌকার পানি সেচ নিয়ে অপর মাঝি আলী হোসেনের সঙ্গে এ সংঘর্ষ হয়। টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় নিহত : মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় গতকাল কাঠ ব্যবসায়ী আবদুর রহিম নিহত হয়েছেন। রহিমের বাড়ি একই উপজেলার বেলতৈল গ্রামে। নরসিংদীতে অটোচালক খুন : পলাশে চালক মনির হোসেনকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। উপজেলার সুলতানপুর এলাকা থেকে গতকাল তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে শফিকুল ইসলাম ও আহসান উল্লাহ নামে দুজনকে আটক করা হয়েছে। কিশোরগঞ্জ গাইবান্ধা ও দিনাজপুরে লাশ উদ্ধার : কিশোরগঞ্জের করিমগঞ্জে নিখোঁজের তিন দিন পর শিশু স্বর্ণার লাশ উদ্ধার করা হয়েছে। স্বর্ণা একই উপজেলার গাংগাইল পাঠানপাড়া গ্রামের হাদিস মিঞার মেয়ে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সামনে সড়কের পাশ থেকে গতকাল হারুনুর রশিদ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দিনাজপুরের পার্বতীপুরের বানি্নরঘাট শ্বাশান পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল ফুল হাতা চেক গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট। গোপালগঞ্জ : কাশিয়ানীতে খালের পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বশির উদ্দিন নামে এক কৃষক নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।