আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় অর্ধকোটি টাকার টেন্ডার ক্ষমতাসীনদ

খুলনার দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের রাস্তা ও ড্রেন নির্মাণের অর্ধকোটি টাকার কাজ গতকাল ক্ষমতাসীন দলের ঠিকাদাররা ভাগাভাগি করে নিয়েছে। এর বিরোধিতা করায় উপজেলা নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত হয়েছেন। জানা যায়, উপজেলা এশিয়ান ডেভেলপমেন্ট (এডিপি) ও উপজেলা ডেভেলপমেন্টের (ইউডিএফ) আওতাধীন ৫০ লাখ ৯৮ হাজার ৮৯০ টাকার কাজ ভাগাভাগি করা হয়। দিঘলিয়া, আড়ংঘাটা, যোগীপোল, বারাকপুর, সেনহাটি ও গাজীরহাট ইউনিয়নের ইটের সোলিংয়ের রাস্তা, ড্রেন এবং বাজারের শেড নির্মাণ করার জন্য ২৬ জানুয়ারি পঁচিশ গ্রুপের কাজের দরপত্র আহ্বান করা হয়। গতকাল বেলা সাড়ে ১২টায় দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময় পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দরপত্র জমা দিতে এলে উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে নির্বাহী প্রকৌশলীকে লাঞ্ছিত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৫টি গ্রুপে অর্ধকোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছিল।

এদিকে বরিশালের গৌরনদী উপজেলা এলজিইডি প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাসের বিরুদ্ধে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডারের দরপত্র বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তার অনিয়মের কারণে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, এডিপি, জাইকাসহ কয়েকটি দাতা সংস্থার পাঁচ কোটি ৪০ লাখ টাকার অর্থায়নে উপজেলার ১৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ৩০ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। রবিবার দরপত্র বিক্রির এবং গতকাল ছিল জমা দেওয়ার শেষ দিন। ঠিকাদার রাসেল মিয়া ও শাহাদাত হোসেন অভিযোগ করেন, টেন্ডার আহ্বানের পর উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস এক প্রভাবশালী ঠিকাদারের সঙ্গে অাঁতাত করে দরপত্র ফরম বিক্রিতে টালবাহানা করেন। কয়েকজন ঠিকাদারের চাপের মুখে শেষ দিন রবিবার দুপুর থেকে দরপত্র ফরম বিক্রি শুরু করলেও অনেকে সময়মতো দরপত্র কিনতে পারেননি। তবে ঠিকাদারদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে দিপুল কুমার বলেন, পাঁচ গ্রুপ কাজের বিপরীতে ৫৯টি দরপত্র বিক্রি হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি। তবে কতটি দরপত্র টেন্ডারবাঙ্ েজমা পড়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.