চট্টগ্রাম, বরিশাল, গোপালগঞ্জ ও নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। সিলেটে ইজতেমাগামী মুসলি্ল বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১৮ জন আহত হয়েছেন।
চট্টগ্রাম : মহানগরের আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে গতকাল ট্রাকচাপায় সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুরে ওই ফিলিং স্টেশনের পাশে গ্যারেজে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সোহেল। গোপালগঞ্জ : মুকসুদপুরে বাসের ধাক্কায় রাধেশ্যাম সাহা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর ব্রিজের কাছে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর সড়কের হঠাৎপাড়ায় বুধবার রাতে বাসের ধাক্কায় মতিউর ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। বরিশাল : নগরীর সিঅ্যান্ডবি রোডে ব্যাটারিচালিত অটোরিকশ খাদে পড়ে তামিম নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে মহাসড়কের কাজীপাড়াসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট : ইজতেমায় যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের ১৮ মুসলি্ল আহত হয়েছেন। জৈন্তাপুর উপজেলা সদর থেকে বুধবার রাতে বাসে ইজতেমার উদ্দেশে রওনা হন মুসলি্লরা। ভৈরবের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত হন ১৮ যাত্রী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।