ঢাকার আশুলিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া, চট্টগ্রাম ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। প্রতিনিধিদের খবর-
আশুলিয়ায় আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য মিজানুর রহমান নিহত হয়েছেন। তিনি তুরাগ থানায় কনস্টেবলের দায়িত্ব পালন করতেন। আশুলিয়ার ধৌর এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা পৌর ফায়ার সার্ভিসের সামনে সোমবার রাতে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ আবু জাফরের মৃত্যু হয়েছে। রাত ৮টায় টেকেরহাট থেকে ফরিদপুরগামী আজমেরী পরিবহনের একটি বাস আবু জাফরকে চাপা দেয়। কুষ্টিয়ার মিরপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় বিআরবি গ্রুপের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বিআরবি গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা নূর ইসলাম রানা ও খোকন। বগুড়ার দুপচাঁচিয়ার বাজারদিঘী বাসস্ট্যান্ডে গতকাল বাসের ধাক্কায় স্কুলছাত্রী সাথী আক্তার নিহত হয়েছে। এদিকে সোমবার রাতে বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরব আলী নামের এক মোটরসাইকেল আরোহী। চট্টগ্রামের সীতাকুণ্ডের গতকাল ট্রাকচাপায় স্কুলছাত্র তছলিম উদ্দিন নিহত হয়েছে।
এ ঘটনার স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।