আমাদের কথা খুঁজে নিন

   

ছয় স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বিন্নাটি এলাকায় গতকাল দুপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি বাসের হেলপার বলে জানা গেছে। আহতদের কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, জাফরাবাদ এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মুক্তা নামে এক শিশু নিহত হয়েছে। সে জাফরাবাদ এলাকার মোবারকের মেয়ে। আশুলিয়া : ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বেলতলা এলাকায় গতকাল ট্রাক-লেগুনা সংঘর্ষে ইব্রাহিম নামের এক লেগুনা যাত্রী নিহত ও ৭ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় গণস্বাস্থ্য কেন্দে ভর্তি করা হয়েছে। নিহত ইব্রাহিম ধামরাইয়ের বসুন্ধরা সিএনজি পাম্পের শ্রমিক। সিদ্ধিরগঞ্জ : সিদ্ধিরগঞ্জে গাড়ির চাপায় কমলা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুরে সোমবার রাতে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে আজিজুল হক নামের এক যাত্রী নিহত হন। তিনি মেহেরপুর জেলার টঙ্গী গোপালপুরের মৃত আব্দুল জলিলের ছেলে। কুষ্টিয়ায় : ভেড়ামারায় উপজেলার সাতবাড়িয়া এলাকায় গতকাল যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত জুলিয়া খাতুন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রইচ উদ্দিনের স্ত্রী। গৌরনদী : উপজেলার মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে যুবরাম দে নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার বিল্বগ্রামে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.