বিপ্লবী : ভার্চ্যুয়াল পৃথিবীর কয়েক বছর আগের কথা, মুক্তিযুদ্ধ যাদুঘরের আর্কাইভে নিজ এলাকার মুক্তিযুদ্ধার জীবন কাহিনী প্রকাশের উদ্যোগ নেই সরকার । সেই সুবাদে আমার গ্রামের এক মুক্তিযুদ্ধার সাক্ষাৎ নিতে যায়। তাকে প্রশ্ন করেছিলাম * যুদ্ধকালীন সময়ে আপনার সবচেয়ে দুঃখ্যজনক এবং উচ্ছসিত সময় কোনটি ?* প্রথমে লজ্জায় মাথা নিচু করে সে বলে " পাকিস্তানি শূকরের দালাল হয়ে আমাদের দেশীয় কুত্তা আমাদের মা, বোনদের ইজ্জত লুন্ঠেনর পর বুকের উপর আলকাতরা লেপটে দিত । এটা দেখার পর থেকে যখনই (এবার সে তিনি উল্ল্যসিত) পাকিস্তানি হায়েনাদের মেরেছি, মারার পর মৃত লাশের উপর থুথু দিয়েছি কিন্তু তার জন্য একটুো বুক কাপেনি। " কেন কাপেব মুসলমান হয়েও তারা যে বরবোরিচত অত্যাচা করেছিল তা নিশ্চয় আল্লহও সহ্য করেননি।
আর তাই এত বছর পরও আমাদের দেশে আজ রাজাকারেদর এমন বিচার হচ্ছে। দেলু, কাদের মোল্লা, গোলাম আজম এরা মুসলমানতো নইই, এরা মানুষও নয়। কুত্তা, সোয়রের বাচ্চা, হারামি হারামজাদা, এদের জন্য সর্বোচ্চ শাস্তি ফাসি দিলেও কম হবে।
যারা এদের পক্ষ নিচ্ছে তারা এই কুত্তাদের নাতি-পুতি। হারামী সাঈদীর ফাসির রায়ে আমার ফ্রেন্ড ডা. উত্তম মিষ্টি বিলিয়েছে, আরেকজন যুদ্ধ অপরাধীর ফাসি হলে আমি বন্ধুদের নিয়ে জুডু নাচ নাচবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।