আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি দমন কমিশন আইন-২০১৩ পাস

তিন বছর অপেক্ষার পর গতকাল জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত দুর্নীতি দমন কমিশন বিল। বিলে বলা হয়, সরকারি কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে 'ফৌজদারি কার্যবিধির ধারা ১৯৭-এর বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করতে হবে'। অর্থাৎ সরকারি কর্মচারী, জজ ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে সরকারের অনুমোদন ছাড়া দুর্নীতির মামলা দায়ের করা যাবে না- এমন বিধান রেখে বহুল আলোচিত 'দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৩ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করতে দুদক আইনকে সবার ওপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন দুর্নীতি দমন কমিশন দুদকের অনুমোদন ছাড়া কোনো আদালত দুদক আইনের অধীনে কোনো অপরাধ বিচারার্থে আমলে নিতে পারবেন না। এ ছাড়া দুদকের মামলায় কোনো ব্যক্তি জামিন চাইলে আদালত কমিশনকে যুক্তিসঙ্গত সময় না দিয়ে শুনানি গ্রহণ করা যাবে না মর্মে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। দুদক আইনের ৩৩-এর উপধারা ৫ সংযোজন করে বলা হয়েছে, দুদক গৃহীত যে কোনো কার্যক্রমের যে কোনো পর্যায়ে কোনো আদালতে কেউ কোনো প্রতিকার চাইলে মামলায় দুদককে পক্ষভুক্ত করতে হবে। আইনে তথ্য প্রদানকারীর পরিচয়কে সংরক্ষণ দেওয়া হয়েছে। তবে মিথ্যা তথ্য প্রদান করলে আইন ৫ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে দুর্নীতি দমন কমিশন আইন-২০১৩ বিল পাস হয়েছে। সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাস করার জন্য সংসদে উত্থাপন করেন। বিল পাসের আগে বিলের ১, ৪, ৫ ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ধারায় আনীত সরকারদলীয় সদস্য র আ ম উবায়দুল মোক্তারির চৌধুরী, নূরুল ইসলাম সুজন ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর আনা সংশোধনী গৃহীত হয়। তবে বিলের সংশোধনী প্রস্তাব উত্থাপনের সময় মাইক বন্ধ করে দেওয়ায় উবায়দুল মোক্তাদির চৌধুরী বিলের ১২ দফা উত্থাপন করতে পারেননি।

পরে স্পিকার মাইক দিলে তিনি বলেন, আমি আর কোনো সংশোধনী উত্থাপন করব না। পরে সংসদে অনুত্থাপিত ১২ দফার সংশোধনীসহ বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়। ২০০৪ সালে প্রণীত এই আইনটি সংশোধনের জন্য ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। সংসদীয় কমিটি বিলটিতে ১৩টি সংশোধনী আনে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.