আমাদের কথা খুঁজে নিন

   

"নয়ন জল নদীতে যায়" ©

We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!

আজ অনেক দিন হয় নির্জন নিরালায় বসা হয়নি, সন তারিখ স্মরণ নেই, সেই কবে সায়র পাড়ে গিয়েছিলাম, লীলাচঞ্চলে গাছ দুলছিল, জলে শান্ত ঢেউ ছিল, আকাশের সাদা মেঘ ভেসে দূরে যাচ্ছিল, একটা কালো পাখি নতুন একটা গাছে বসে ডাকছিল, গাছটা ফলের না ফুলের ছিল তা এখন আর মনে নেই, শুধু এতটুকু মনে আছে, পাখিটা একা ছিল আমার মত, তখন আমার মনে ক্লান্তি এবং দুঃখ ছিল, ছিল বুকে দীর্ঘশ্বাস, বার বার বুক কাঁপছিল। স্বচ্চ জলে সূর্যের কিরণ ঝলমল করছিল, মানসালয় আর রাজহংসী পাশাপাশী সাঁতরাচ্ছিল, তা দেখে, দু ফোটা জল গণ্ড বেয়ে সায়রে পড়েছিল, ‘সখী তুমি ফিরে আস’ বিমনা মন সুরে বলেছিল। কবিতা লিখছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.