একজন নগর পরিকল্পনাবিদ যে কিনা পৃথিবীরর বাইরে থেকে পৃথিবীকে দেখতে, জানতে ভালোবাসে।
রিসার্চের জন্য আজ সন্ধা থেকে স্যাটেলাইট ডাটা ডাউনলোড শুরু করেছি। রাত ১০টা পর্যন্ত দুটো সেশন শেষ করলাম। অর্থাৎ পুরো বাংলাদেশের জন্য ল্যান্ডসেট স্যাটেলাইট ডাটার দুটো সেট ডাউনলোড হল। ল্যাব ছেড়ে আসার আগে মনে পড়ল সুপারভাইজার বলেছিলেন যে সবগুলো একটা ডাটাসেটের সব ডাটা এক করলে যখন তোমার দেশকে দেখতে পাবে তখন দেখবে কেমন লাগে।
তাই ল্যাব ছাড়ার আগে একটা সেশনের ডাটা এক করে দেখলাম। যদিও প্রাথমিক ডাটা তাই নানারকম এরর আছে তবুও যখন বাংলাদেশকে দেখলাম, তার অবয়ব দেখলাম কেন যেন খুশী হয়ে গেলাম খুব, খুব আর খুব। পাশে বসে থাকা বাংলাদেশী আপুর চোখেও খুশীর ঝলক। নয়ন জুরাইল যেন আমাদের।
এখনও অনেক কাজ।
আরও ৪টা সেশনের ডাটা ডাউনলোড বাকি, ৫ রকম প্রসেসিং আর অসংখ্য এনালাইসিস বাকি লক্ষ্যে পৌছাতে কিন্তু আমি জানি সব হয়ে যাবে সহজেই কারন আমি এখন আর শুধুমাত্র একটা ডিগ্রী লাভের জন্য নয়, কয়েকটা পাবলিকেশনের আশায় নয় কিংবা পিএইচডি মিলে যাবার আশায় নয়....স্রেফ নয়ন জুড়াবার আশায় কাজ করব।
পিসির মনিটর জুড়ে বাংলাদেশের মানচিত্র ঘেরা থার্মাল ম্যাপ আর নানা রকম এনালাইসিসের অপেক্ষায় আমি। বহুদিন পর নয়ন জুড়ানোটা আমাকে লোভী বানিয়ে দিয়েছে যে! নয়ন যে জুড়াতেই হবে তোমায় আমার গড়া রূপে দেখে!
ব্যাপরটা বাড়াবাড়ি জানি। কি এমন কাজ আর এটা? তা নিয়ে কতই না মাতামাতি আমার! জানি কাজটা ছোট কিন্তু কাজটা আমার বাংলাদেশকে নিয়ে তাই এই ক্ষুদ্র কাজটাই আমার কাছে মাতামাতির বিষয়। নয়ন যেখানে জুড়ায় সেখানে ক্ষুদ্রতা অলীক।
আমি নয়ন জুড়াতে চাই...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।