আমাদের কথা খুঁজে নিন

   

খাদ্যের নিরাপদ মজুদ কমছে

I Love my country. I wish i were a businessman.

বড়জোর দেড় কেজি হবে লাউটির ওজন। এক দাম ৫০ টাকা। তবে একসঙ্গে দুটি কিনেছেন বলে দাম ১০ টাকা কম। একুনে নব্বই টাকায় দুটি লাউ কিনে সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মুনির উদ্দিন বললেন, ‘কারসজি বুঝলেন, কারসাজি। বিক্রেতারা প্ল্যান করে এসব করছে।

বাজার ভরা শাকসবজি। দাম এমন চড়া হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের আর কী করার আছে?’ গতকাল শনিবার দুপুরে হাতিরপুল বাজারে সবজির দোকানে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। যে লাউ এখানে প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে, খোঁজ নিয়ে দেখা গেল, একই আকারের লাউ কারওয়ান বাজারের পাইকারি বাজারে দাম ২৫ টাকা। সাধারণত নরসিংদী ও বগুড়া থেকে আসে এসব লাউ।

সেখানে কৃষকেরা এই লাউ বিক্রি করেন আরও কম দামে। নরসিংদীতে দাম ১৫ টাকা এবং বগুড়ায় এর দাম ১০ থেকে সর্বোচ্চ ১৩ টাকা। এই হলো ঢাকার কাঁচাবাজারের অবস্থা। শীতের সবজির গরম দামে ক্রেতারা জেরবার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.