ভালো লাগে নীল আকাশ,পূর্ণিমার চাঁদ । ভালো লাগে বন্ধু আর বন্ধুত্বের হাত । ।
প্রতিটি গ্রাম্য এলাকায় একটি প্রচলিত রীতি আছে যে, কারো পেট কামড়ালে অথবা মাথা ব্যথা করলে অথবা ভয় পেলে বা ছোট শিশুরা বিছানায় পশ্রাব করলে এলাকার মসজিদের তথাকথিত হুজুরের নিকট থেকে পানি পড়া নিয়ে আসে। অথবা হুজুর দোয়া-দরুদ পড়ে দিলে ভাল হয়ে যায়।
এ ঘটনা গুলো কি আদৌ হুজুরের কিরামতি নাকি ভুক্ত রোগীর বিশ্বাস? আমি বুঝতে পারতেছিনা। আমি যতদুর জানি আমি কোন কিছু বিশ্বাস করে কিছু পান করি অথবা সেবন করি তখন সেটার ভাল ফল পাওয়া যায়। যেমন আমার বন্ধুর একদিন পেট কামড়াচ্ছিল তারপর আমি কি করলাম তড়িঘড়ি করে ঘর থেকে বাহির হয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে টিউবওয়েল থেকে এক গ্লাস পানি নিয়ে ফিরে এসে বন্ধুকে বললাম যে এই পানিগুলো হুজুরের কাছ থেকে পড়িয়ে নিয়ে এসেছি তুই তাড়াতাড়ি এক নিয়্যতে পান করে ফেল। বন্ধুটি পানি ভর্তি গ্লাসটি এক চুমুকেই শেষ করে ফেলল। কিছুক্ষণ পরে কেমন লাগতেছে জিজ্ঞেস করাতেই বন্ধুটি উত্তর দিল এখন খুব ভাল লাগতেছে।
তখন সে আরোও বলল হুজুরের কেরামতি আছে বলা যায় । আর আমি মনে মনে বললাম হুজুরের কিরামতির এখনো দেখছস কি। সবে তো মাত্র শুরু...............................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।