যাপন করছি জীবন যেহেতু যাপন ছাড়া পরিত্রান নেই। জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে রাজাকারদের ঘৃণা করে যাব মৃত্যু পর্যন্ত । । ছোটকালেই ছেলেকে ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার জন্য আম্মা পড়ার তালিকায় নজরুল - শওকত ওসমানদের সাথে নবী সাহাবীদের জীবনী আর ইসলামী ম্যাগাজিন তুলে দিতেন । সেইসব ম্যাগাজিনের গল্প বা প্রবন্ধগুলোতে দেখতাম দাড়ি টুপিওয়ালাদের অসম্মান করে খল চরিত্রগুলো তাদের বলছে রাজাকার , দালাল ইত্যাদি ।
এখন ও নিশ্চয়ই তা অব্যাহত আছে । মাদ্রাসা ছাত্রদের মনে এখনও ৭১ এ টুপি দাড়িওয়ালা কিছু জামাতিদের কুকর্মের জন্য রাজাকার গালি শোনার ভয় আছে । জঙ্গী ততপড়তার সাথে যুক্ত না হয়েও পুলিশি হয়রানির শিকার হওয়ার ভয় আছে । কিন্তু আপনি যদি এই গালি থেকে পুরো আলেম সমাজকে বের করে আনতে চান একটু চিন্তা করে দেখুন শাহবাগের প্রজন্মচত্তর কি আপনাদের সেই সুযোগ করে দিচ্ছেনা । কোন দল করতে হবে না , কোন ভাস্কর্যে ফুল দিতে হবেনা ( যা আপনাদের চোখে হারাম) ।
শুধু বের হয়ে আসুন মাদ্রাসা আঙ্গিনা , মসজিদ বা ঘর থেকে । ১৯৭১ সালে বিদেশী শুকর শাবকদের সঙ্গে নিয়ে যারা আপনার পূর্ব পুরুষদের নির্বিচারে হত্যা করেছিল, ধর্ষন করেছিল আপনার মা-বোনদের তাদের ফাঁসির দাবি নিয়ে এসে জনতার কাতারে দাড়াবেন । ইতস্তত করছেন , আপনার আগেই অনেক মাদ্রাসা ছাত্র দাড়িয়ে গেছে । আন্দোলনে অংশগ্রহন করেছেন শোলাকিয়া ঈদ জামাতের ঈমাম আর ও কত ব্যাক্তি যাদের হয়তো আমি চিনিনা কিন্তু আপনি শ্রদ্ধা করেন । কেন আপনি কতিপয় রাজাকারদের কৃতকর্মের জন্য নিজেকে ছোট ভাববেন ।
আপনারা সবাই মিলে যদি নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধপরাধীদের ফাঁসির দাবি নিয়ে জনতার সাথে একাত্নতা পোষন করেন ভবিষ্যত প্রজন্ম বিপথগামী কিছু শুকরশাবক নোংড়া রক্তের মানুষের জন্য আপনাদের দায়ী করবেনা । বরং আপনারা মাথা উঁচু করে ভবিষ্যত প্রজন্মকে বলবেন আমি ও দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিলাম । এখনই যথার্থ সময় আত্নবিশ্বাস নিয়ে নতুন যুগে মাথ উচু করে দাড়াবার । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।