আমাদের কথা খুঁজে নিন

   

হুজুরদের ওয়াজে স্বামী স্ত্রীর মিলনের কথা আসবেই

কাকরা সব কিছু দেখছে লেখাটা বলার আগে বলে নেওয়া ভালো আমি ভাই নাস্তিক নয় কঠিন ভাবে আস্তিক । কথাটা বলার কারণ কেউ কেউ হয়ত লেখাটা পড়ে রেগে যেতে পারেন । আমার এলাকার আশে পাশে মসজিদ মাদ্রাসার একটু বেশিই আছে প্রায় প্রতি মাসেই তিন চারটা ওয়াজ অনুষ্ঠিত হয় এ পাড়ার কেউ ওয়াজ আয়োজন করলে পরের দিন তার পাশের এলাকায় । এভাবেই চলছে। এদিন এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হলো নামি দামি সব ইমামরা এলেন ।

একজন মারাত্মক ওয়াজ করছেন ভালো লাগছিলো তার কথা গুলো হঠাৎ কিভেবে চলে গেলেন স্বামী স্ত্রীর মিলনের কাহিনীতে। এটা অনেকটা ওয়াজে বাড়তি আকর্ষন সৃষ্টি করার জন্যই বোধহয় তারা করেন। সবাই নড়ে চড়ে বসল। তিনি শুরু করলেন স্বামী যদি মিলন করতে চাই স্ত্রীদের তাতে সাড়া দিতেই হবে নয়ত ফেরাশতারা সেই নারীর প্রতি লানত বর্ষন করেন । আরও অনেক কথায় বললেন।

আরেক ওয়াজে একজন সম্মানীয় হুজুর ওয়াজ করছেন হঠাৎ চলে গেলেন মেয়েদের বিষয়ে আবার লোকজন নড়ে চড়ে বসল তিনি বলা শুরু করলেন মেয়েরা ছেলেদের মতো হতে চাই এটা বলে তিনি গল্প শুরু করলেন এক মহিলা তার স্বামীর সাথে টক্কর দিতে চাই । স্বামী স্ত্রীর উপর দাড়িয়ে প্রস্রাব করলো স্ত্রী বলল এবার আমার পালা আমিও তোমার উপর দাড়িয়ে প্রস্রাব করবো স্বামী বলল ঠিক আছে স্ত্রী যখন এই কাজ করলো তখন স্বামীর অবস্থা কাক ভেজা। হুজুর সাহেব আরও অনেক কিছু বললেন। বগুড়ার হেফাজতের সমাবেশে বয়স্ক হুজুর বারবার বললেন তিনি একজন বুড়া মানুষ তারপর নাস্তিকদের উদাহরণ দিতে গিয়ে বললেন তোমারা কার সন্তান । তোমরা তো দেখ নাই কে তোমাদের বাবা আমি বলি তোমাদের মার সাথে অন্য কেউ সঙ্গম করে গেছে।

এই হলো হুজুরের কথা !!! আরও কি ভালো উদাহরণ ছিলো না । তাকে এটাই বলতে হবে । উদাহরণ তর্ক আর শিক্ষা দেওয়ার মাঝে অনেক তফাত । আমরা হুজুরদের কাছ থেকে ভালো কথা আশা করি । ভালো কথার মধ্যেই বরকত থাকে।

এমন উদাহরণ বাজে বিষয়ের মাঝে পড়ে। আসলে এই কাকের কথা হচ্ছে আমরা সকলেই জানি কার উপর কত অধিকার কাকে কত ভালোবাসতে হবে । এসব কথা ওয়াজে মাইক দিয়ে এভাবে ওয়াজ জমানোর জন্য না বলাই ভালো। ব্যক্তিগত জীবনে মানুষের অনেক সমস্যা সেটা সমাধান করার জন্য মানসিকতার প্রয়োজন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.