আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে সিলেট, চট্টগ্রামে বিপর্যয়

এইচএসসি পরীক্ষায় পাসের হারে এবারও দেশসেরা সিলেট শিক্ষা বোর্ড। এবার পাসের হার ৭৯ দশমিক ১৩ ভাগ, যা দেশের গড় পাসের হারের চেয়ে ৫ দশমিক ১ শতাংশ বেশি। তবে গতবারের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫-প্রাপ্তের সংখ্যা কিছুটা কমেছে। গত বছর সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৭ ভাগ। আর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৬৫ জন। এ বছর পেয়েছেন ১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫-প্রাপ্তের সংখ্যা কমে যাওয়ার জন্য দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকেই দায়ী করেছে বোর্ড কর্তৃপক্ষ। এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৪২ হাজার ৯৮০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৩৪ হাজার ৯ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৬ দশমিক ২৭, মানবিকে ৭৬ দশমিক ৯৭ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৭ দশমিক ৮৪ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে ৯০৩, মানবিক থেকে ২৪৪ ও ব্যবসায় শিক্ষা থেকে ৩৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কোন গ্রেডে কতজন উত্তীর্ণ : সিলেট শিক্ষা বোর্ডে উত্তীর্ণদের মধ্যে এ প্লাস (জিপিএ-৫) গ্রেডে ১ হাজার ৫৩৫, এ গ্রেডে ৬ হাজার ৪৪১, এ মাইনাস গ্রেডে ৬ হাজার ৪১২, বি গ্রেডে ৭ হাজার ২৩০, সি গ্রেডে ১০ হাজার ৫৯১ ও ডি গ্রেডে ১ হাজার ৮০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এদিকে এবার এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় ঘটেছে। পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর পাসের হার ৬১ দশমিক ২২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৩১ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২৭২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ১৪৫ জন। পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযূষ দত্ত বলেন, এ বছর ১৯৬টি কলেজের ৬৪ হাজার ২৮২ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬৩ হাজার ৬৮৬ জন। তবে এ বছর পাসের হার কমার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করা যায়। হরতালের কারণে ১২ বার জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। তিনি বলেন, প্রশ্নপত্রে সৃজনশীল পদ্ধতি কিছুটা বুঝতে সমস্যা হয়েছে। চট্টগ্রাম নগরীসহ আশপাশের কলেজগুলো ভালো করলেও তিন পার্বত্য জেলায় ফলাফল খারাপ হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.