চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এক পা দিয়েই রেখেছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে তারা জার্মান ক্লাব শালকে জিরো ফোরকে হারিয়েছিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে। দ্বিতীয় লেগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে তারা জয় পায় ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলে ৯-২ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে যায় রিয়াল। এদিয়ে শেষ অন্য ম্যাচে তুরস্কের গালাতাসারাইকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইংল্যান্ডের চেলসি। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দুই লেগ মিলে চেলসির জয় ৩-১। এ ম্যাচে জোড়া গোল করে নতুন এক রেকর্ড গড়েছেন পর্তুগিজ উইঙ্গার রোনালদো। রিয়ালের জার্সি ২৪২তম গোল করে স্পর্শ করেছেন সাবেক গ্যালাকটিকো তারকা হাঙ্গেরির পুসকাসকে। তবে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে রোনালদো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।