Every emotion have a feelings. But every feelings have no emotion.
"লিমিটেড কোম্পানিতে স্থায়ীভাবে অফিসিয়াল কাজে বিভিন্ন পদে (SSC-BA) পুরুষ/মহিলা আবশ্যক। পার্টটাইম (১০-১টা, ২-৫টা), ফুলটাইম (১০-৫টা) ছাত্রছাত্রী ও মহিলাদের অগ্রাধিকার। ফার্মগেট #০১৯১৭-৩৬৩৯৫৬"
এটা জাতীয় দৈনিকে প্রকাশিত একটা বিজ্ঞাপন।
মোবাইল নাম্বারটাই ফোন দিতে একটা ওয়েলকাম টিউন। অতঃপর একটা মেয়ের কন্ঠ।
তার কাছ থেকে অফিসের ঠিকানা জেনে নিয়ে এক বন্ধুসহ হাজির হলাম ফার্মগেট পুলিশ বক্সের অপজিটে মালেক টাওয়ার (এই টাওয়ারে ইসলামী ব্যাংক এর শাখা আছে) এর নিচে।
সেখানে যেয়ে যথারীতি কল করলাম ওই নাম্বারে। সেই মহিলা রিসিভ করলো এবং বললো,
"এই টাওয়ারে দুটো সিড়ি আছে। প্রথমটা ইসলামী ব্যাংক এর। সেইটা পার হয়ে সামনে আগাইয়া গেলে দ্বিতীয় সিড়িটা পাওয়া যাবে।
সেই সিড়ি ধরে উঠে আসলে চার তলায় আমাদের অফিস। "
আমি আর আমার বন্ধু উঠে গেলাম।
দেখি (আমাদের রিসিভ করার জন্য!) এক মহিলা আমাদের এগিয়ে নিতে এসেছে। তার পেছন পেছন যেয়ে অফিসে ঢুকলাম।
সেকি অফিস..!
বেশ লম্বা একটা ঘর।
মাঝ দিয়ে পায়ে হাটা রাস্তা। রাস্তার দুইধার দিয়ে এমাথা থেকে ওমাথা পর্যন্ত টেবিল পেতে বসে আছে অফিসের চাকুরেরা!
এমনই এক চাকুরের কাছে আমাদের বসিয়ে দিলেন সেই মহিলা।
সেই নবাবজাদা (হারামজাদা) আমাদের কাগজপাতি দেখতে চাইলেন।
আমি বললাম, আপনাদের কাজের ধরনটা কেমন সেটা আমাকে একটু জানান। তার উত্তরে তিনি যেই Behave টা করলেন সেটাতেই যেকেউ বুঝতে পারবে তার কোয়ালিফিকেশন(আমার মনে হয়েছে এখানে আসার আগে উনি হয়তো মাঠে কাজ করতেন,বিশ্বাস না হয় নিজেই একবার ঘুরে আসুন)।
তিনি নামের শেষে বস যোগ করে আমাদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দিলেন। তার নাম্বারটা (০১৯১২৮৫১৪২৬) একটা কাগজে লিখে দিয়ে বললেন আজ ৪টার মধ্যে ২০০ টাকা নিয়ে চলে আইসেন। ভাইভা হবে,ভাইভায় টিকলে ২ দিনের ট্রেনিং শেষে জয়নিং লেটার হাতে দেওয়া হবে।
তারপর চলে এসেছি।
বিজ্ঞাপনে কোম্পানির কোন নাম দেয়নি, অফিসের বাইরেও কোন সাইনবোর্ড দেখিনি।
আবার অফিসে যখন গেছি তখন কি কাজ? কি কোম্পানি? এসব শুনলে শুধু বলেছে অফিসিয়াল কাজ। শেষ পর্যন্ত অবশ্য বলেছে "লাইফ ইন্সুরেন্স কোম্পানী"।
এর অর্থ একটাই, এদের কোন লাইসেন্স বা অনুমোদন নেই।
পুলিশে ইনফরম করবো ভাবছি।
এই ধরনের অফিসের নামে প্রতারক হতে সাবধান।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।