আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারক

সুতো ছেড়া ঘুড়ি

বলা নেই কওয়া নেই হুট করে বিকেল বেলা সেকি বৃষ্টি ; এতটাই- আমার ফ্লাটের সামনের রাস্তায় সামেদুলের সুইমিং পুল হতেও দেরি নেই। আকাশের মন খারাপ হলে নাকি আকাশ কাঁদে ; আর আমরা মু্র্খেরা তকে বৃষ্টি বলি। কিন্তু শিলা বৃষ্টি কেন ? তবে কি আকাশের মনের জমে থাকা ক্ষোভের বিচ্ছুরনই এই শিলা বৃষ্টি । সারাদিন রোদের কোন কমতি ছিল না দু'ঘন্টা আগেও ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়েছি। হঠাৎ কোন মহাভারত অশুদ্ধ হলো যে আকাশের এই রুদ্রমুর্তি। আকাশের প্রেমীকার দেখা পেলে জিজ্ঞাস করতাম, " রহস্যটা কি ? তুমি কি প্রতারক ? " -১১/৪/০৪ হাজারী বাগ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।