নিশীথ রাতের বাদল ধারা
প্রতারক
ভর দুপুরে ফিরছি বাড়ি, হঠাৎ দেখি রিকশায়-
বসে তুমি হাসছ ভারি, চোখ ঢেকে রোদচশমায়।
পাশে তোমার লক্ষীমন্ত, সুন্দরী এক কন্যা,
হাসিটি কি প্রাণবন্ত -যেন আলোর বন্যা।
কি গল্পে হাসছ এমন, হাতে হাতটি রেখে?
বলেছিলে আমায় যেমন ভালবাসায় মেখে-
আমি যেদিন পুরান হলাম, তুমি বিদায় নিলে
হৃদয় ভরা ভালবাসার -এই প্রতিদান দিলে।
আজকে তোমার বন্ধু নতুন, দামি হীরার তুল্য
কালকে মলিন, তোমার কাছে থাকবে নাকো মূল্য!
কি করে ওই মেয়েকে বলি তুমি কত ভন্ড
হাটে ভাঙি হাড়ি তোমার, করি খেলা পন্ড?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।