আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারক



খুলনা হাদিস পার্ক একা বসে আছি আকাশের দিকে তাকিয়ে। চোখ নামিয়েই দূরে বসা এক যুগল দেখলাম। তাদের সময়টা ভালোই যাচ্ছে। তাদের দেখে আমারও খারাপ যাচ্ছে না, কিন্তু তবুও তো একা। যুগলের সংখ্যা এখানে খুবই কম সব মিলিয়ে দুইটা, আহা! এমন পার্ক এখনো বাংলাদেশে আছে! সময় চলে যাচ্ছে হঠা এক ডাক শুনতে পেলাম।

প্রথমে গুরুত্ব দেই নি শব্দটা কাছে আসতেই বুঝলাম এই সেই কন্ঠস্বর, যার স্বর আমার প্রতিটি রক্তকণাও উপলব্ধি করতে পারত একসময়। আর আজ- এতো দেরি, হায়রে সময়! অঞ্জন, হ্যাঁ এই নামেই সে আমাকে ডাকত পৃথিবীতে এই একজনই। বহুদিন পর শব্দটা শুনলাম কিন্তু ফিরে দেখার সাহস আজ আর নেই। আমার চোখের সামনে ফেলে আসা দিনগুলোর ছবি। যেন আমি সিনেমা দেখতে বসেছি আর একের পর এক দৃশ্য অদৃশ্য এক পর্দায় ভেসে চলেছে, কয়েক সেকেণ্ডে দেখলাম পাঁচটি বছরের পুরো ইতিহাস।

পুরো নয়,শেষ দৃশ্যে একটু ব্যবচ্ছেদ থমকে দাঁড়ায় আমার চোখদুটো, নারকেল তলার সেই দৃশ্য কান্না জড়ানো তার সেই কন্ঠস্বর “আমায় ফেলে যেও না, সাথে নাও ওরা আমায় বিয়ে দিতে চায় আমাকে মৃত্যুমুখে ঠেলে দিও না আমার দেহে অন্য কাউকে হাত দিতে দিও না আমায় নিয়ে যাও এটা তোমার,শুধুই তোমার!” আর আমি না শুনেই চলেছি পাঁচ বছরের সব প্রতিশ্রুতি সব আশাকে জলাঞ্জলি দিয়ে। আমি একুশ বছরের যুবক প্রতারণার ইচ্ছে নেই আমার তবু প্রতারক হয়ে চলে যাচ্ছি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।