আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারক

আমি কবিতা পড়তে ও লিখতে খুব ভালবাসি। তারা কারা আমার সুখ কেড়ে নিল? আমি তাদের কি ক্ষতি করি? কি আমার অপরাধ? আমিতু তেমন কাউকে ওদের মাঝে খুঁজে পাই না কাউকে অনুমানও করতে পারি না সবাইতু আমাকে ভালবাসে জানি তাহলে কি ওরা মুখোশ পড়া সবাই। ওহঃ আমার ভাবতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই জন্য যে, আমি এখনও ওদের মাঝেই বেচে আছি আমি আর এক মুহুর্ত ওদের মাঝে থাকতে চাই না এতকাল পরে হলেও বুঝলাম,ওরা মুখোশ পড়া মানুষ রুপি ভূত,প্রেত,শয়তান। খুব দগ্ধ হচ্ছে এই হৃদয় এখন ওদের ভেবে এতকাল আমি ওদের নিঃশ্বাস নিয়ে বেচে আছি এখন বুঝি ওদের সেই নিঃশ্বাসে মিশে বিষ ছিল এখন সে বিষের ক্রিয়া আমি অসহ্যি হয়ে মৃত্যু কামনা করছি এখনই হোক আমার মৃত্যু আর এক পলকও আমি ওদের মুখের পানে তাকাতে চাই না। খুব যন্ত্রণা ভোগ করছি আমি এখন ওদের ভেবে নিজকে নিজেই খুব ঘৃণা করছি এতকাল অন্ধের মত আমি ওদের সাথে জীবন কাটাচ্ছি এখন আমি রোগ মুক্ত,অন্ধ মুক্ত এখন আমি দেখি সত্যিকারের ওরা মানুষ নয় সত্যিকারেরই ওরা মুখোশ পড়া পশু জন্তু হিংস্র প্রাণী। এখন আমি খুব অবাক হচ্ছি ওদের ভেবে এতকাল আমি আপন ভেবে ভালবেসে আসছি ওদের ওহ সিট,এতকাল যদি আমি ওদের ভাল না বেসে চতুষপদ পশু জন্তু হিংস্র প্রাণী ভালবাসতাম তবু আজ আমি প্রতারিত হতাম না। ওই প্রতারকরা,মুখোশ পড়া মানুষ রুপি পশু জন্তু হিংস্র প্রাণী গুলো আমার এই প্রাণে শুধু আগুনই দেই নি আমাকে গুম করারও চেষ্টা চালাচ্ছে জানিনা কখন আমাকে খুন করে গুম করে কিংবা হত্যা করে আত্বহত্যার নাম দেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।