ঙ
১. এক লোক একবার বিশ্বের অত্যন্ত নামকরা এক ব্র্যান্ডের দোকান থেকে খুব দামী কিছু জাঙ্গিয়া কিনলো । কেনার পর লোকটার মনটা গেলো খারাপ হয়ে : " এত দাম দিয়ে জাঙ্গিয়া কিনলাম অথচ কাউকে দেখানো যাবে না " । হঠাত লোকটার মাথায় একটা বুদ্ধি খেললো । জাঙ্গিয়া গুলো যাতে অন্য কারো নজরে আসে, একটু প্রশংসা পায় - সেই আশায় সে ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়তে লাগলো আর ইচ্ছা করেই প্যান্টের চেইন খোলা রেখে ঘুরে বেড়াতে লাগলো । এভাবেই চলছিলো ।
যাইহোক একদিন হঠাত লোকটা অন্য আরেকজনের নজরে পড়ল, তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সেই অন্য আরেকজন মজা করার জন্য বললো : "ভাই, আপনার জিনিসটা তো হেভি । " এটা শুনে আমাদের গল্পের লোকটা তো বেজায় খুশি - যাক এতদিনে ভালো জিনিসের কদর হলো । এদিকে যে সেদিন জাঙ্গিয়া পড়ে নাই সেই খবর নাই । লোকটা চাপা আনন্দে বলে উঠলো : " ভাই আমার জিনিসটা আপনার পছন্দ হইসে ? শুধু এই একটা না, বাসায় আরো কয়েকটা আছে !!! "
২. দুই ভাই পাগলা কিসিমের । বড় ভাই বিয়ে করেছেন অল্প কিছুদিন কিন্তু তার উদ্ভট আচরণে বউ রাগ করে বাপের বাড়ি ।
তো বড় ভাই ছোটটাকে বললেন তুই একটু ওদের বাড়ি যা , বুঝিয়ে শুনিয়ে ভাবিকে নিয়ে আয় । ছোট ভাই রওনা দিলো , পথে একটা অল্প পানির খাল পাড়ি দিতে হয়, লুঙ্গি কাছা মেরে সে পার হলো । ( খাল পারাপার ও গুড়া মাছ বিষয়ক একটা ব্যাপার এখানে আছে - স্কিপ করলাম ) ।
যাইহোক একসময় সে বড় ভাইয়ের শশুর বাড়ি আসলো । কিন্তু খাপছাড়া আচরণ করাতে বড় ভাইয়ের শাশুড়ি তার মেয়েকে সাথে দিতে রাজি হলেন না ।
বললেন , তোমার ভাই এসে নিয়ে গেলেই বরং ভালো হবে । কী আর করা । বড় ভাইকেই আসতে হলো । কথাপ্রসঙ্গে শাশুড়ি ছোট ভাইয়ের অসংলগ্ন কিছু আচরণের কথা তুললেন । সেসব শুনে বড় ভাই তো উত্তেজিত হয়ে গেলেন ।
বললেন : " আর বলবেন না শাশুড়ি আম্মা । আমার এই ছোট ভাইটাকে নিয়ে আর পারি না । বড় ভাইয়ের ইজ্জত নিয়া কোনো খেয়াল নাই । ইন্টারে একবার আমি এক ছাগলের ইজ্জত নষ্ট করছিলাম - কোথায় সে এইটা চাইপা যাইবো তা না , গ্রামের সবাইরে সে ঢোল পিডাইয়া জানান দিসিলো । "
অনেকের কমন পড়বে স্বাভাবিক - কমন পড়লে নতুন কিছু না দিতে পারার জন্য দুঃখিত ।
আগের লিঙ্ক:
কিছুমিছু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।