দশম জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল থেকে ময়মনসিংহ-৭ আসনে আবারও আওয়ামী লীগের মনোনয়ন কেনাকে ঘিরে বহু 'বিতর্কিত' সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী আলোচনায়। নির্বাচনকে সামনে রেখে ঢাকার পাশাপাশি এলাকায়ও হঠাৎ করে দৌড়ঝাঁপ শুরু করেছেন তিনি। স্থানীয় পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, মাথায় অভিযোগ ও দুর্নামের পাহাড় থাকা অবস্থায় মাদানী এ আসন থেকে এবারও মনোনয়ন পেলে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি ঘটবে। খোঁজ নিয়ে জানা যায়, সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর এলাকায় তেমন কোনো উন্নয়ন করতে না পারলেও অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজের আখের ঠিকই গুছিয়ে নেন রুহুল আমিন মাদানী। নির্বাচনের আগে নিজের উচ্চারিত 'সুমহান ও সুমধুর' রাজনৈতিক বাণীগুলো বেমালুম ভুলে যেতে শুরু করেন তিনি। এমনকি কোনো দিন আওয়ামী লীগ না করলেও মিথ্যা পরিচয় দিয়ে এই দলের মনোনয়ন নেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। নির্বাচিত হওয়ার পর নিজের স্বার্থে স্থানীয় আওয়ামী লীগে বিভিন্ন গ্রুপিং ও কোন্দলের জন্ম দেন তিনি। প্রাপ্ত তথ্য মতে, তৎকালীন ভারপাপ্ত অধ্যক্ষের সঙ্গে যোগসাজশ করে অর্থের বিনিময়ে ত্রিশাল মহিলা কলেজে অযোগ্য প্রার্থীদের শিক্ষক নিয়োগ দেন। এ ছাড়া তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগের মধ্যে রয়েছে, স্থানীয় সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রারের কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের ঘুষ নেন। অর্থের বিনিময়ে তিনি একাধিকবার ত্রিশাল থানা ইঞ্জিনিয়ারের বদলি রোধ করেন। ছাত্রলীগের নাম ব্যবহার করে ত্রিশাল ভূমি অফিস কম্পাউন্ডের সরকারি খাস জমি তিনি অবৈধভাবে দখল করেন। সপ্তম সংসদে সদস্য নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ এলাকার জনগণ এখনো ভোলেনি।
একই সঙ্গে অষ্টম ও নবম সংসদ নির্বাচনের পরেও এলাকায় মাদানীর তেমন যোগাযোগ ছিল না। এসব কারণে এমপি মাদানী নামটি এলাকায় চরম বিতর্কের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, জাতীয় নির্বাচনে ময়মনসিংহের এই আসনটি অনেক গুরুত্বপূর্ণ। দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিলে আগামী সংসদ নির্বাচনে এ আসনটি আমাদের হারাতে হতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।