আমাদের কথা খুঁজে নিন

   

বিশেষ বিমানে পাকিস্তান ছাড়ছেন মোশাররফ!

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ একটি বিশেষ বিমানে করে দেশত্যাগ করছেন বলে দেশটিতে গুজব ছড়িয়ে পড়েছে। রাওয়ালপিন্ডির নুর খান বিমান ঘাঁটি থেকে তাকে বহনকারী বিমানটি পারস্য উপসাগরীয় একটি দেশের উদ্দেশ্যে আকাশে উড়তে পারে বলে সংবাদ ছেপেছে গণমাধ্যম। গত সপ্তাহে মোশাররফের মা মারাত্মক অসুস্থ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়ার পর মোশাররফের রক্তচাপ বেড়ে যায়। এ অবস্থায় তাকে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর বিশেষায়িত হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা করা হয়। মোশাররফ এ সময় শারজাহতে তার মাকে দেখতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে এ গুজব রটে, বিচার বিভাগের হুলিয়া থাকার পরও সেনাবাহিনী তাকে বিশেষ ব্যবস্থায় বিদেশে পাঠিয়ে দিতে পারে। দ্য ডন।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.