আমাদের কথা খুঁজে নিন

   

ফেরিতে ওঠা নিয়ে সংঘর্ষে নিহত ১

বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জের সীমান্তবর্তী পায়রা নদীর লেবুখালী ফেরিতে আগে ওঠা নিয়ে পিকনিকবাসের যাত্রী ও পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকালের ওই সংঘর্ষে বাসের হেলপার জসিম হাওলাদার নিহত ও আহত হয়েছেন আরও ৫ জন। জসিম বরিশালের উজিরপুরের বৈরকাঠী গ্রামের এসকেন্দার হাওলাদারের ছেলে। এ ঘটনায় ৩২ জনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লায় ছাত্রলীগ-শিবিরের পাল্টাপাল্টি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি জানান, মনোহরগঞ্জ উপজেলার ধোপামুড়ি গ্রামে ছাত্রলীগ ও শিবির ২৫/৩০টি বাড়িঘরে পাল্টাপাল্টি ভাঙচুর করেছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত এ তাণ্ডব চলে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার নাথেরপেটুয়া পুরাতন বাজারে শিবিরের এক নেতাকে আটক করা নিয়ে ছাত্রলীগ ও শিবির কর্মীদের সংঘর্ষে ৩০ জন আহত হন। এ ঘটনায় মনোহরগঞ্জ থানার এএসআই রতন শিবিরের ১০ জন এজাহারভুক্তসহ অজ্ঞাত পরিচয় ৯০ জনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে এ ঘটনায় ছাত্রলীগ ওই দিন বিকালে নাথেরপেটুয়ার পাশের ধোপামুড়ি গ্রামে বিএনপি-জামায়াত সমর্থকদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে রাতে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে পাল্টা ভাঙচুর চালায় শিবির। মনোহরগঞ্জ থানার ওসি হারুন-উর রশিদ জানান, ধোপামুড়ি গ্রামে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.