আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ কমিশনার পাঁচ দিনের রিমান্ডে

পুলিশের খাতায় পুরান ঢাকার তালিকাভুক্ত সন্ত্রাসী মো. সাইদুর রহমান শহীদ ওরফে শহীদ কমিশনারকে অস্ত্র মামলায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ও গেন্ডারিয়া থানার উপপরিদর্শক আতিকুর রহমান আসামি শহীদকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামির আইনজীবী সেখ আবু সাইদ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আবদুস সালাম আসামির জামিন নাকচ করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ সহকারী পুলিশ কমিশনার মিরাস উদ্দিন আদালতকে বলেন, শহীদকে রাজধানীর গেন্ডারিয়ার একটি বাসা থেকে চারটি অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। পরে অস্ত্র আইনে গেন্ডারিয়া থানায় একটি মামলা করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামি শহীদের বাসায় সন্ত্রাসীদের অবস্থান ও নাশকতার পরিকল্পনা করার সময় তাকে গ্রেফতার করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বাসায় তিনটি পিস্তল, একটি রিভলবার ও ৬২ রাউন্ড গুলি পাওয়া যায়, যার মধ্যে তিনটি অস্ত্রই অবৈধ। এই অবৈধ অস্ত্রের সন্ধান ও অস্ত্রের জোগান দাতা এবং সহযোগীদের নাম-ঠিকানা জানতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শহীদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অ্যাডভোকেট হাবিবুর রহমান মণ্ডল হত্যা মামলায় নিম্ন আদালত শহীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিলেও ১০ বছর জেল খাটার পর বছর পাঁচেক আগে উচ্চ আদালত থেকে খালাস পান শহীদ। এর পরে দীর্ঘদিন আত্দগোপনে থাকা শহীদ সম্প্রতি প্রকাশ্যে আসেন এবং ১০ম জাতীয় সংদস নির্বাচনে ঢাকা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.