আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়ায় পুলিশের লাঠিচার্জে ১০ শ্রমিক আহö

শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জে ১০ শ্রমিক আহত হয়েছেন। গতকাল সকালে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দারদা নিট ওয়্যারস লি. নামের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটেছে।

শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার মধ্যগাজীরচট এলাকার দারদা নিট ওয়্যারস লি. পোশাক কারখানা কর্তৃপক্ষ ৫ শতাধিক শ্রমিককে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন না দিয়ে পুরনো নিয়মানুযায়ী ৩ হাজার ৪০০ টাকা হিসাবে বেতন প্রদান করেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী ৫ হাজার ৩০০ টাকা প্রদান না করায় শ্রমিকরা প্রতিবাদ জানালে কর্তৃপক্ষ ২০ জানুয়ারির মধ্যে নতুন কাঠামো অনুযায়ী অবশিষ্ট বেতন প্রদানের আশ্বাস দেন। গতকাল সকালে শ্রমিকরা অবশিষ্ট বকেয়া বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ কোনো সায় না দিলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।

দারদা নিট ওয়্যারস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক জানান, আমাদের কারখানাটিতে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করানো হচ্ছে। কোনো বিদেশি বায়ারের কাজ আমরা পাইনি। তাই নতুন বেতন কাঠামো অনুসারে বেতন প্রদান করা আমাদের পক্ষে সম্ভব নয়। এতে কারখানা বন্ধ হলেও কিছু করার নেই। এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে জানায়, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমম্যা সমাধানের চেষ্টা চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.