গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের এমপি সিমিন হোসেন রিমির গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে একটি ছিনতাই চক্র। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ন্যাশনাল পার্ক এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে কাপাসিয়ায় যাওয়ার পথে মহাসড়কের মাস্টারবাড়ি নামক স্থান থেকে গাড়ি ছিনতাই চক্র দুটি মোটরসাইকেল নিয়ে এমপি রিমির গাড়ির পিছু নেয়। একটু সামনে ন্যাশনাল পার্কের সীমানায় যাওয়া মাত্রই ওই ছিনতাই চক্র মোটরসাইকেল নিয়ে এমপি রিমির সংসদ সদস্য স্টিকার সংবলিত টয়োটা প্রিমিও গাড়িকে বেরিকেড দেওয়ার চেষ্টা করে। তারা রিমির গাড়িতে মোটরসাইকেল লাগানোরও চেষ্টা করে। এতে রিমি বিচলিত হয়ে দ্রুত গাড়ি নিয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গিয়ে টহলরত পুলিশকে বিষয়টি জানান। এ ব্যাপারে সিমিন হোসেন রিমি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি ঢাকা থেকে কাপাসিয়া যাওয়ার পথে রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের দক্ষিণ সীমানায় পেঁৗছামাত্রই দুটি মোটরসাইকেল বারবার আমার গাড়ির সামনে-পিছনে যাওয়া আসা করতে থাকে। আমি নিশ্চিত মোটরসাইকেল আরোহীরা একটি ছিনতাই চক্রের সদস্য। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই এলাকায় প্রায় সময়ই এভাবে কৌশলে মোটরসাইকেল দিয়ে প্রাইভেটকার ও মাইক্রোবাসের সঙ্গে লাগিয়ে দেয়। পরে প্রাইভেটকার বা মাইক্রোবাস আরোহীরা গাড়ি থামায়। গাড়ি থামালে ছিনতাই চক্র প্রাইভেটকার ও মাইক্রোবাসটি ছিনতাই করে নেয়। এমপি রিমি বলেন, মোটরসাইকেল আরোহীরা ফেনসিডিলের মতো কী যেন খাচ্ছিল। আমার গাড়ি চালক তখন তাদের এড়িয়ে দ্রুত রাজেন্দ্রপুর চৌরাস্তায় টহলরত পুলিশের কাছে গিয়ে রাখলে আমি পুলিশকে ঘটনাটি জানাই।
এ ব্যাপারে গাজীপুরের এএসপি শাহরিয়ার আল মামুন জানান, এমপি সিমিন হোসেন রিমি আমাদের লিখিতভাবে কোনো কিছু জানাননি। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল বাতেন বলেন, এমপি রিমি আমাকে ফোনে জানালে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তারা গিয়ে দেখে ছেলেগুলো স্থানীয় বখাটে। তাদের দুটি মোটরসাইকেল হোতাপাড়া ফাঁড়ির পুলিশ আটক করে রেখেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।